'আংরেজি মিডিয়াম' ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। পাশাপাশি তাঁকে জীবনকৃতী সম্মান (লাইফটাইম অ্যাচিভমেন্ট) পুরস্কারেও ভূষিত করা হয়। অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন ইরফান পুত্র বাবিল খান। বাবার হয়ে বাবিলই এই দুটি পুরস্কার গ্রহণ করেন। সম্প্রতি ফিল্মফেয়ারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, গোটা বলিউডের হয়ে কিংবদন্তী অভিনেতা ইরফানকে ট্রিবিউট জানাচ্ছেন শোয়ের দুই সঞ্চালক আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাও। আর তা শুনে দর্শকাসনে বসেই কেঁদে ফেলেন বাবিল। চোখে জল দেখা যায় রাজকুমার রাও ও পরিচালক অনুরাগ বসুরও। বাবার হয়ে পুরস্কার নিতে উঠে বাবিলকে কিছু বলতে অনুরোধ করা হলে তিনি জানান, ‘আমি সেভাবে কোনও স্পিচ তৈরি করে আসিনি। শুধু তোমাকে ধন্যবাদ জানাতে চাই বাবা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে নিজের করে গ্রহণ করার জন্য। তোমাকে বলতে চাই, আমি আর তুমি— দু’জনে মিলে শেষ করব এই জার্নি।’ ২০২০-র এপ্রিলে ক্যানসারের সঙ্গে দু’ বছরের লড়াইয়ের শেষে চলে যান ইরফান খান। দুই পুত্র বাবিল ও আয়ান রয়েছেন মা সুতপার সঙ্গে। বাবার পোশাক পরেই এদিন পুরস্কার মঞ্চে হাজির ছিলেন বাবিল। অনুষ্ঠানের পরে, বাবিলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আয়ুষ্মান। ইরফান-পুত্রের প্রশংসায় ইনস্টা-পোস্টে লেখেন, ‘এই সুন্দর ছেলের সঙ্গে প্রথমবার দেখা হল। বিশ্বাস ভবিষ্যতেও তাকে ভালো করতে দেখব।’