সোশ্যাল ম্যারেজের আগে খোশমেজাজে ইরা খান এবং নূপুর শিখরে। ১০ জানুয়ারির দুপুরে তাঁদের নিকাহ পড়ার কথা। তাঁর আগে প্রায় এক সপ্তাহ ধরে চলছে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান। রাজস্থানের উদয়পুরের তাজ লেক প্যালেসে বসবে তাঁদের বিবাহ বাসর। সেখানেই সোমবার রাতে একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইরা এবং নূপুরের বিয়ের আগে। এখানে লুঙ্গি পরেই জমিয়ে নাচতে দেখা গেল হবু বরকে। তিনি এই পোশাকে চেন্নাই এক্সপ্রেস ছবির লুঙ্গি ডান্স গানে নাচেন। সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি।
লুঙ্গি পরে নাচ নূপুরের
সম্প্রতি যে ভিডিয়ো ভাইরাল হয়েছে ইরা এবং নূপুরের প্রাক বিবাহ অনুষ্ঠানের সেখানে ইরা খানকে একটি নাইট ড্রেস পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে নূপুর শিখরের পরনে লুঙ্গি। এই পোশাক পরে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে লুঙ্গি ডান্স গানটির হুক স্টেপ করেন। তাঁদের এই নাচ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই তারিফ করেছেন নূপুরের নাচের।
তবে কেবল এই অনুষ্ঠানে লুঙ্গি ডান্স নয়, মেহেন্দির অনুষ্ঠানেও তাঁকে জুগনু গানেও জমিয়ে নাচতে দেখা যায়। এটা দেখে অনেকেই প্রশংসা করেছেন আমিরের জামাইয়ের। তাঁদের মতে নূপুর নাকি ভীষণই প্রতিভাবান।
আরও পড়ুন: চিরঘুমে উস্তাদ রাশিদ খান, গান স্যালুট-চোখের জলে কিংবদন্তি গায়ককে বিদায় জানালেন ভক্তরা
আরও পড়ুন: স্বস্তিকাকে চালচিত্রে বেঁধে বরণ করা হচ্ছে! বিজয়ার পরের ট্রেলার জুড়ে কেবলই রহস্যের হাতছানি