ইন্ডিয়ান আইডলের মঞ্চে এদিন অনুষ্ঠিত হল রামায়ণ বিশেষ পর্ব। কারণ আর কিছুই নয়, সোনি চ্যানেলে শুরু হচ্ছে শ্রীমদ রামায়ণ। সেটা উপলক্ষ্যে এই বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল শনিবার। সেখানেই শুভদীপ এবং অনন্যা রাম এবং সীতার প্রেমের গল্প ব্যাখ্যা করলেন গানে গানে।
ইন্ডিয়ান আইডলে শুভদীপ এবং অনন্যার দুর্ধর্ষ পারফরমেন্স
এদিন বাংলার শুভদীপ দাস এবং অনন্যা পাল বম্বে ছবি থেকে তুহি রে গানটি গান। তাঁদের গান শুনে মুগ্ধ হয়ে যান বিচারকরা। তাঁদের সঙ্গে যোগ্য সঙ্গত দেন মিউজিশিয়ানরাও। গানের মধ্যে থাকা খালি বাঁশির অংশ শুনে চমকিত হন সকলেই। অন্যদিকে তাঁদের এই গান শুনে থেকে থেকেই তিন বিচারক 'ওয়াহ ওয়াহ' করে ওঠেন। দেন হাততালি। এমনকি বিশেষ অতিথিকে ওঁদের দুজনের সঙ্গে গুনগুন করে গাইতেও দেখা যায় এই গানটি।
আরও পড়ুন: 'ও ততদিনে অনেক...' ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজের ইচ্ছে রাজকুমারের, তবুও এত সময় লাগল কেন?
আরও পড়ুন: 'আমার সামনেই হস্তমৈথুন করেন', ভিন ডিজেলের নামে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন সহকারীর, ১৩ বছর পর করলেন কেস
শুভদীপ এবং অনন্যার গান শুনে কেঁদে ফেলেন শ্রেয়া ঘোষাল। ছলছল নজরে তাকিয়ে থাকেন তাঁদের দিকে। উঠে হাততালি দেন। অন্যান্য বিচারকরাও গান শেষে উঠে হাততালি দেন। বলেন, 'আত্মার সঙ্গে মিশে গেল যেন...।' অন্যান্য প্রতিযোগীদেরও তাঁদের গান শুনে কাঁদতে দেখা যায়।