বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ ইধিকা পাল। তবে সম্প্রতি ওপার বাংলায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। সৌজন্যে শাকিব খানের ‘প্রিয়তমা’। হ্যাঁ, ঢালিউড কিং শাকিবের নায়িকা হিসাবে ‘প্রিয়তমা’ ছবিতে কাজ করেছেন ইধিকা। যা প্রচুর প্রশংসা কুড়িয়েছে। তাই কাঁটাতারের ওপারে ইধিকা এখন অন্যতম ‘ওয়ান্টেড’ নায়িকা। একাধিক ছবির অফার তাঁর হাতে। নায়িকা অবশ্য মারাত্মক সচেতন,সঠিক চিত্রনাট্যের খোঁজে রয়েছেন ইধিকা। তবে গত কয়েকদিন ধরেই জোর আলোচনা এবার নাকি পরীমনির প্রাক্তনের হাত ধরছেন ‘পিলু’র রঞ্জা। হাসিবুর রেজা কল্লোলের 'কবি' সিনেমায় দেখা যাবে তাদের। সইসাবুদের পর্ব নাকি শেষ। এমনও রটনা শুরুতে এই ছবিতে অভিনয় করার কথা ছিল শাকিব খানের,কিন্তু তিনি ডেট সমস্যায় সরে যাওয়ায় ইধিকার নতুন নায়ক শরিফুল রাজ। আরও পড়ুন-আতিফ আসলামের কনসার্ট চলছিল, মুখে টাকা ছুড়ে মারলেন অনুরাগী, তারপর?