সূত্রের খবর অনুযায়ী বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বাবা মা হতে চলেছেন। তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে বলেই জানা যাচ্ছে। অন্দরের খবর অনুযায়ী অনুষ্কা শর্মার এটা দ্বিতীয় ট্রাইমেস্টার চলছে।
এই তারকা জুটির ঘনিষ্ট সূত্রের তরফে জানানো হয়েছে, 'অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছেন। আগেরবারের মতো এবারেও ওঁরা পরের দিকে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এখনই কাউকে কিছু জানাতে চাইছেন না।' ফলে কোহলি এবং শর্মা পরিবারে যে এখন খুশির হাওয়া বইছে সেটা বলাই যায়। ছোট্ট ভামিকাও যে দিদি হতে চলেছে।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। ছোট্ট ভামিকাকে নিয়েই বিরাট অনুষ্কা একাধিক তীর্থে, পাহাড়ে বেড়াতে গিয়েছেন এর মধ্যেই। যদিও তাঁর জন্মের পর থেকেই তাঁর মুখ প্রকাশ্যে আনেননি ওঁরা। কোহলি এই বিষয়ে একবার জানিয়েছিলেন, 'মেয়ে যতক্ষন না নিজে বুঝছে বা চাইছে ততক্ষণ আমরা ওর ছবি প্রকাশ্যে আনব না।' এবার আবার এই সুখবর প্রকাশ্যে আসায় দুই তারকার ভক্তরাও যে বেজায় খুশি হবেন সেটা বলাই বাহুল্য।
অনুষ্কা শর্মাকে বিগত বেশ কয়েকদিন ধরেই মুম্বইয়ের কোনও ইভেন্টে দেখা যায়নি। তাঁদের সেই ঘনিষ্ট সূত্রের তরফে জানানো হয়েছে, 'এটা কোনও কাকতালীয় ব্যাপার নয়। তিনি পাবলিকের নজর এড়িয়ে চলার জন্যই প্রকাশ্যে আসছেন না।' এমনকি অনুষ্কা এখন তাঁর বরের সঙ্গেও কোনও ম্যাচ দেখতে যাচ্ছেন না, বা তাঁর সঙ্গে অন্যত্র কোথাও বেড়াতে যাচ্ছেন না। সবটাই দুনিয়ার নজর থেকে নিজেকে এই সময় আড়াল রাখার জন্য।
আরও পড়ুন: ৬১-এ পা প্রসেনজিতের! টলিউডের চিরসবুজ পোস্টার বয়ের ফিট থাকার গোপন মন্ত্র জানেন?
আরও পড়ুন: 'পুজো প্রেমের বিষয়টা ছোটবেলার, এখন...' জীবনে বিশেষ মানুষ এল কি দেবচন্দ্রিমার?
তবে সম্প্রতি নাকি অনুষ্কা এবং বিরাটকে মুম্বইয়ের একটি ম্যাটারনিটি ক্লিনিকে দেখা গিয়েছে। তবে তাঁরা পাপারাৎজিদের এদিন অনুরোধ করেন যাতে তাঁদের কোনও ছবি বা খবর এই সময় প্রকাশ্যে না আনা হয়।