প্রাক্তন স্ত্রী সুজান খান ও সুজানের বর্তমান প্রেমিক আরসালান গোনিকে নিয়ে ডিনারে গিয়েছিলেন হৃত্বিক রোশন। পাপারাৎজ্জোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভিডিওতে হৃত্বিক, সুজান সহ অন্যান্যদের দেখা গিয়েছে।
ভিডিয়োতে দেখা যায় হৃত্বিক রোস্তোরাঁ থেকে বের হয়ে গাড়ির সামনে অপেক্ষা করছিলেন। এক ব্যক্তি হৃত্বিককে একটা ছবি তোলার জন্য অনুরোধ করলে তিনি বিনয়ের সঙ্গেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এক ফুড ডেলিভারি বয় হৃত্বিকের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করলে তিনি তাঁর দিকে কিছুটা ঝুঁকে যান পোজ দেওয়ার জন্য। হৃত্বিক পোজ দেওয়ার চেষ্টা করলেও তাঁর নিরাপত্তারক্ষী ওই অল্পবয়সী ফুড ডেলিভারি বয়কে ঠেলে সরিয়ে দেন। এরপর হৃত্বিক মাথা নাড়তে নাড়তে গাড়িতে উঠে পড়েন। খুব সম্ভবত হৃত্বিক রেস্তোরাঁ থেকে বের হয়ে অন্যদের জন্য অপেক্ষা করছিলেন। হৃত্বিকের কিছু পরেই রেস্তোরাঁ থেকে বের হয়ে আসে সুজান খানের ভাই জায়েদ খান। আরসালান গোনির সঙ্গে বের হয়ে আসেন সুজান খান। এদিন সুজানকে একটি কালো টপ এবং খাকি প্যান্টে দেখা যায়, আরসালান পরেছিলেন একটি কালো টি-শার্ট এবং নীল ডেনিম। ভিডিয়ো ক্লিপটিতে হৃতিক ও সুজানের ছোট ছেলে হৃদানকেও দেখা গিয়েছে।
আরও পড়ুন-বাংলা বর্ষশুরুর দিনই খারাপ খবর, গরমে মৃত্যু হল এক যাত্রা শিল্পীর