জানুয়ারিতে বড় পর্দায় মুক্তি পাওয়ার পর সম্প্রতি OTT মাধ্যমে মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত ফাইটার। গত ২১ মার্চ এই ছবিটি নেটফ্লিক্সে এসেছে। আর মাত্র কয়েকদিনেই এই ছবি পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল। পিছনে ফেলল রণবীর কাপুরের অ্যানিম্যাল এবং শাহরুখ খানের ডাঙ্কিকে। প্রথম ১০ দিনের ভিউজের নিরিখে এটি নেটফ্লিক্সের সব থেকে বড় হিন্দি ছবির খেতাব পেয়েছে। এমনটাই এদিন সোশ্যাল মিডিয়ায় জানালেন হৃতিক রোশন।
অ্যানিম্যাল এবং ডাঙ্কিকে টপকে গেল ফাইটার
ফাইটার ছবিটি ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায়। তারপর মার্চের ২১ তারিখ এটি OTT মাধ্যমে আসে। আর তারপর মাত্র কয়েকদিনেই এটি নজির গড়ে ফেলে। সম্প্রতি বলিউড বক্স অফিসের তরফে এক্সে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ' ফাইটার বলিউডের পুরনো ছবি ছবির রেকর্ড ভেঙে ফেলেছে নেটফ্লিক্সে। এমনকি আগের সেরা দুই ছবি অ্যানিম্যাল এবং ডাঙ্কিকেও লম্বা মার্জিনে পিছনে ফেলেছে। হৃতিক রোশন অভিনীত এই ছবিটি মাত্র ১০ দিনে ১২.৪ মিলিয়ন ভিউজ পেয়েছে। এটাই প্রথম বলিউড ছবি যা এত দ্রুত এই সংখ্যায় পৌঁছতে পারল।' এরপর হৃতিক রোশন সেই পোস্টটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে লেখেন, 'ইয়ো।' সঙ্গে বেশ কয়েকটি ইমোজিও দেন।
আরও পড়ুন: বিমান নিয়ে বাংলাদেশে পাড়ি দিলেন করিনা - টাবু, মুক্তি পেয়েও ইদে কেন বন্ধ থাকবে ক্রু - র শো?
আরও পড়ুন: গায়কের প্রবল অনিচ্ছা, তাও কে জাপটে ধরে চুমু খেলেন অরিজিৎকে?
অ্যানিম্যাল ছবিটি অন্যদিকে ২৬ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে। অন্যদিকে ডাঙ্কি ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছে OTT তে। এই ছবিটি বড় পর্দায় ২১ ডিসেম্বর, বড় দিনের সময় মুক্তি লেগেছিল। আর অ্যানিম্যাল ১ ডিসেম্বর।

আরও পড়ুন: 'ধোঁয়া - শিল্প' মন্তব্য করেই নির্বাচনের আগে মত্ত হয়ে ঘর ভর্তি ধোঁয়ায় নাচলেন রচনা? জানুন সত্যটা
ফাইটার প্রসঙ্গে
২৫ জানুয়ারি মুক্তি পেল ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন এই ছবির। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। গত বছরও একই দিনে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। সেটাও ছিল দেশাত্মবোধক একটি ছবি। তবে সেটার তুলনায় এখানে দেশাত্মবোধের পাঞ্চ অনেক বেশি।