বলিউডের রোম্যান্টিক হিরো তিনি। তবে খলনায়ক হিসাবেও সফল ছিলেন ‘কিং খান’ শাহরুখ। সিনেমার পর্দায় রোম্যান্টিক নায়কের পাশাপাশি খলনায়কের ভূমিকায়ও দর্শকদের মনে আতঙ্ক ছড়িয়েছেন। ‘আঞ্জাম’, ‘ডর’ এবং ‘বাজিগর’ এর মতো ছবিতে তিনি যে নেগেটিভ চরিত্রে অভিনয় করে নায়কের থেকেও বেশি জনপ্রিয় পেয়েছেন।
শাহরুখের অভিনয় প্রশংসিত হলেও, ‘ডর’ ছবিতে জুহি চাওলা অভিনীত ‘কিরণ’ চরিত্রের প্রতি রাহুলে (শাহরুখ)র তীব্র আগ্রহ, পাগলামো তুলে ধরা হয়েছিল। সম্প্রতি 'ডর'-এর চিত্রনাট্যকার হানি ইরানি শাহরুখ খানের এই উন্মত্ত চরিত্রের পক্ষে যুক্তি সাজিয়েছেন। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে হানি ইরানি বলেছেন যে, যশ চোপড়া তাঁর এই ছবিতে কাম এবং প্রকৃত প্রেমের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। নইলে শাহরুখের চরিত্রটি কিরণকে ধর্ষণ করতে পারত।
ঠিক কী বলেছেন হানি ইরানি?
‘ফ্রাইডে টকিজ’ এর সঙ্গে আলাপচারিতায় হানি ইরানি ‘ডর’ ছবিতে শাহরুখ খানের চরিত্র নিয়ে কথা বলেছেন। তাঁর কথায় 'সে (রাহুল মেহরা) তার জন্য পাগল ছিল। তবে এর সঙ্গে, আমি এবং যশজি এই বিষয়ে খুব সতর্ক ছিলাম যে আমরা এটাকে কামনার দৃষ্টিতে তুলে ধরতে চাই না। এমন নয় যে ও শুধু কিরণের সঙ্গে থাকতে চায় এবং ও সঙ্গে শুতে চায় এবং এধরণের নানান জিনিস করতে চায়। ছবিতে রাহুল বলে যে আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাবো’।