অভিনেত্রী হিনা খান গত বছর তাঁর ভক্তদের জানিয়েছিলেন যে তাঁর ক্যানসার ধরা পড়েছে। হিনা তাঁর ক্যানসার চিকিৎসা সম্পর্কে ভক্তদের নিয়মিত আপডেট দিয়ে আসছেন। তবে বর্তমানে হিনা খান দীর্ঘদিন পর টেলিভিশন জগতে ফিরে এসেছেন। হিনা খান বর্তমানে কালার্সের রিয়েলিটি শো 'পতি-পত্নী ওর পাঙ্গা'-তে রয়েছেন। তিনি জানিয়েছেন যে, ক্যানসারের কারণে, তিনি এক বছরে অনেক কাজ ছেড়ে দিয়েছেন ঠিকই। কিন্তু এখন তিনি কাজ করার জন্য প্রস্তুত।
আরও পড়ুন: মা হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এ কী পোস্ট করলেন কিয়ারা! শোরগোল নেটদুনিয়ায়
আরও পড়ুন: বক্স অফিসে 'মহাবতার নরসিংহ'-এর জয়জয়কার! কত আয় করল ছবিটি?
হিনা জনিয়েছেন তিনি কাজ পাচ্ছে না
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা খান জানান যে, তিনি এখন কাজ করতে প্রস্তুত, কিন্তু তিনি বুঝতে পারছেন যে কেন কিছু লোক এখনও তাঁর সঙ্গে কাজ করতে দ্বিধাগ্রস্ত। হিনা খান বলেন, ‘সব কিছুর পরে এটা আমার প্রথম কাজ। আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেনি, তুমি এখনও পুরোপুরি সুস্থ হওনি, তবে আমি বুঝতে পারি যে হয়তো মানুষ সঠিক কারণে দ্বিধাগ্রস্ত।’
আরও পড়ুন: ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে এন্ট্রি সায়কের! কোন চরিত্রে দেখা যাবে নায়ককে?
আরও পড়ুন: রাখি পূর্ণিমাতে কাঞ্চনের সঙ্গে প্রথম দেখা হয় শ্রীময়ীর! নায়িকা ভাগ করে নিলেন ১৩ বছর আগের সেই গল্প
হিনা খান কী বললেন?
হিনা খান আরও বলেন, ‘ঠিক আছে। আমাকে সেই রীতি ভাঙতে হবে। হয়তো সে এই শো করতে পারবে। আমি বুঝতে পারছি। আমি যদি তাঁদের জায়গায় থাকতাম, তাহলে আমি এটা নিয়ে ১০০০ বার ভাবতাম।’ তিনি জনান, গত এক বছর ধরে কাস্টিং পক্ষ থেকে কোন ফোন না পাওয়ার সত্ত্বেও, তিনি এখনও নতুন ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি অডিশনের জন্য প্রস্তুত, আমি কোথায় থামলাম? গত এক বছর ধরে কেউ আমাকে ফোন করেনি, অনেক কারণে। আমি সব কিছুর জন্য প্রস্তুত, দয়া করে আমাকে ফোন করুন।’
আরও পড়ুন: 'সাইয়ারা' দেখে কাঁদলেন ববি দেওল! ‘সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল…’, যা বললেন নায়ক
হিনা খান তাঁর স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে পতি পত্নী ওর পাঙ্গাতে অংশ নিয়েছিলেন। রুবিনা দিলাইক-অভিনব শুক্লা, আভিকা গোর-মিলিন্দ চন্দওয়ানি, সুদেশ লাহিড়ী-মমতা লাহিড়ী, গীতা ফোগাট-পবন কুমার, স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ এবং দেবীনা বন্দোপাধ্যায় -গুরমিত চৌধুরী এই শোতে অংশ নিয়েছেন।