৭৫ বছরে পা রাখলেন হেমা মালিনি। আর ড্রিম গার্লের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বলিউড তারকারা। জয়া বচ্চন, সলমন খান, বিদ্যা বালান, অনুপম খের এবং জ্যাকি শ্রফের মতো তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল জন্মদিনের রাত। বিশেষ দিনে হেমা-র থেকে চোখ ফেরানো দায়। গোলাপি শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর হিলে পার্টির মধ্যমণি ছিলেন। চলুন দেখে নেওয়া যাক কোন তারকা কেমন সেজে এসেছিলেন এদিন-
সলমনকে পাওয়া গেল চিরাচরিত দাবাং লুকেই। কালো শার্ট, ম্যাচিং কোট, ডেনিমে হাজির ছিলেন তিনি। অনুপম খের পরেছিলেন ধূসর শার্ট, নেভি ব্লু টাই, প্লেড জ্যাকেট। বেগুনি ও সোনালি রঙের শাড়িতে আসেন বিদ্যা। হাসিমুখে পোজ দেন পাপারাজ্জিদের ক্যামেরায়।
আরও পড়ুন: ‘শাহরুখ খুব দয়ালু, সলমন ছুরির মতো ধারালো’! আমিরকে নিয়ে কী মন্তব্য করিনার?
পার্টিতে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, রাভিনা ট্যান্ডন, জ্যাকি শ্রফরা
রবিনা ট্যান্ডন পরে এসেছিলেন ক্রিম রঙের টপ ও ম্যাচিং ট্রাউজার। মাধুকে দেখা যায় জাফরান রঙের পোশাকে। গাঢ় নীল পোশাক বেছেছিলেন সুভাষ ঘাই। জ্যাকি শ্রফের পোশাকে ছিল কালোর আধিপত্য়। অভিনেতা কিন্তু খালি হাতে আসেননি মোটেই। একটি গাছ, ও রাংতায় মোড়া একটি উপহার নিয়ে এসেছিলেন হেমার জন্য়।
আরও পড়ুন: ‘মহিলা বিনা কারণে ঝামেলা করে!’, ডোনার নামে আর কী অভিযোগ সৌরভের?