Bigg Boss OTT-এর ঘরে ডাক পেয়েছিলেন দিল্লির ‘বড় পাও গার্ল’ চন্দ্রিকা দীক্ষিত। তাঁকে নিয়ে গত বছর হয়েছিল জোর চর্চা। আর এবার বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো দিদি নম্বর ১-এ হাজির হয়ে চমকে দিতে চলেছেন ফুচকা দিদি।
হ্যাঁ ঠিকই শুনছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত শো দিদি নম্বর ১এর মঞ্চেই দেখা যাবে এই ফুচকা দিদিকে। রবিবার রাতে চ্যানেলের সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসেছে রচনার শোয়ের এই বিশেষ পর্বের প্রোমো। যেখানে দেখা মিলেছে সেই ফুচকা দিদির। ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে তাঁর সম্পর্কে এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, ‘B.Ed দিদির ফুচকা খেতে সবাই ভালোবাসে, বিকেলবেলা ভিড় হয়ে যায় গাড়ির চারপাশে। বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর ফুচকা বিক্রি করে পরিবারের পাশে দাঁড়ানোর গল্প দিদি নম্বর ওয়ানে।’ এর পর ফুচকা দিদি নিজে বলেন, ‘আমি B.Ed ফুচকা দিদি, দিদিকে ফুচকা খাওয়াতে আসছি দিদি নম্বর ওয়ানে।’
এদিকে চ্যানেল কর্তৃপক্ষের তরফে ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে 'দিদির মঞ্চে, দিদিকে ফুচকা খাওয়াতে আসছেন - B.Ed ফুচকা দিদি!! দেখুন দিদি NO. 1 আগামী মঙ্গলবার @ 4:30 PM, শুধুমাত্র #ZeeBangla-র পর্দায়'।
এদিকে এই ভিডিয়ো দেখে নেটপাড়ায় শুরু হয়েছে ট্রোলিং। এক নেটিজেন সমালোচনা করে লিখেছেন ‘নাটক...b.ed করাটা কোনো বিশাল ব্যাপার নয়, কতো মার্কস পেয়ে এসেছো ছোটো বেলা থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সেটা দেখাও তবে বোঝা যাবে how much talented you are। এবার একে webseries, সিরিয়াল সিনেমায় দেখা যাবে life shorted’। আবার এই মন্তব্যের প্রতিবাদ করে আরও একজন লিখেছেন, ‘যা বুঝতে পারলাম সবার খুব …আর হিংসে হচ্ছে,মাত্র ৩ দিনে ফুচকার স্টল খুলে ভাইরাল হয়ে গেছে তো তাই সেটা কিছু কিছু মানুষ নিতে পারছে না।’ কারোর মন্তব্য, ‘এই নাহলে দিদির রাজ্য। B.Ed করে ফুচকা বিক্রি, দরকার কি ছিল তাহলে B.Ed রং ? MBA করলে তো বিরিয়ানির দোকান দিত।’ কারোর কটাক্ষ, ‘দিদির ফুচকা নয় ঘোল খাওয়া উচিৎ’।
এমনই নানান মন্তব্য উঠে এসেছে নেটপাড়ায়। তবে এই প্রথম নয়। দিদি নম্বর ওয়ানের মঞ্চে দীর্ঘ দিন ধরেই রাজ্য়ের বিভিন্ন প্রান্তে বহু মহিলার লড়াই-এর গল্প উঠে এসেছে।