কলকাতার ইডেন গার্ডেন্সে রবিবারের হাইভোল্টেজ ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। মাত্র ১ রানে ম্যাচ জিতেছে নাইটরা। শুভম দুবে শেষ ওভারে যা মার মারছিলেন, তাতে মনে হচ্ছিল আইপিএলের যাত্রা এবারের মতো রবিবারই শেষ হয়ে যাবে কেকেআরের। কিন্তু লাস্ট বলে বৈভবের বোলিংয়ে শুভমের শটটা রিঙ্কুর দিকে যেতেই দুরন্ত থ্রোতে জোফ্রাকে রান আউট করে ম্যাচ জিতে যায় কেকেআর। সেই সুবাদে কিছুটা অক্সিজেন পেয়ে যায় নাইটরা।
এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এদিনের ম্যাচে তেমন নজরকাড়া পারফরমেন্স না করলেও আইপিএলের ইতিহাসে এক বড় নজির গড়়ে ফেললেন কেকেআরের অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি কেকেআরেরই এক প্রাক্তন ব্যাটারকে ছাপিয়ে গেলেন Indian Premier League-র সর্বোচ্চ রানের তালিকায়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৪ বলে ৩০ রান করেছিলেন রাহানে।
নয়া নজির KKR অধিনায়কের
আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত আজিঙ্কা রাহানে ১৮১টি ইনিংসে করেছেন ৪৯৬৯ রান। তাঁর স্ট্রাইক রেট ১২৪.৭২। ব্যাটিং গড় ৩০.৪৮। করেছেন ৩৩টি অর্ধশতরান এবং দুটি শতরান। মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়কের সর্বোচ্চ আইপিএল স্কোর অপরাজিত ১০৫। তিনিই ক্রিস গেইলকে আইপিএলের সর্বোচ্চ রানের লিস্টে টপকে গেলেন।
গেইলের দুরন্ত রেকর্ড IPL-এ
কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংসে খেলা ক্রিস গেইল ২০২১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত ১৪১টি আইপিএল ইনিংসে করেছএন ৪৯৬৫ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৫। ব্যাটিং গড় ৩৯.৭২। রয়েছে ছয়টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। বিধ্বংসী ইনিংসের জন্যই আইপিএলে জনপ্রিয়তা ব্যাপক ছিল ইউনিভার্শাল বসের।
৫০০০ রানের সামনে রাহানে
এদিকে এবারের আইপিএলেই আরেকটি নজির গড়তে পারেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাহানে। তিনি আর মাত্র ৩১ রান করতে পারলেন আইপিএলে ৫০০০ রানের ক্লাবে প্রবেশ করতে পারবেন, যে ক্লাবে রয়েছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো মাস্টারক্লাস ব্যাটাররা। যদিও রাহানের আপাতত পাখির চোখ কিন্তু ব্যক্তিগত রেকর্ড নয়, বরং দলকে প্লে অফে তোলা।
নাইটদের পরের ম্যাচ CSK-র বিরুদ্ধে
কলকাতা নাইট রাইডার্স দল আপাতত ১১ ম্যাচে ১১ পয়েন্টে রয়েছে। তাঁদের বাকি তিনটে ম্যাচই মাস্ট উইন, হেরে গেলেই বিদায় হয়ে যেতে পারে তাঁদের। ওপেনিং জুটি এখনও ক্লিক করছে না, ফলে আগামী তিন ম্যাচেও রাহানের ব্যাটই ভরসা নাইটদের। বুধবার কলকাতায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের পর সানরাইজার্স এবং আরসিবি ম্যাচ বাকি থাকবে নাইটদের।