কলকাতা ছেড়ে মুম্বই চললেন অভিনেতা নীল ভট্টাচার্য? সত্যিই কি তাই? রবিবার সোশ্যাল মিডিয়ায় নীল নিজেই পোস্ট করেছেন একটি ভিডিয়ো। আর সেই ভিডিয়োটি অভিনেতার কলকাতা ছাড়ার জল্পনা উসকে দিয়েছে। ঠিক কী জানিয়েছেন নীল?
অভিনেতা নীল ভট্টাচার্য রবিবার কলকাতা বিমানবন্দর থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে তাঁকে মুম্বইয়ের উদ্দেশ্য রওনা হতে দেখা যাচ্ছে। ভিডিয়োর ক্যাপশানে নীল লিখেছেন, ‘জীবনের সবচেয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার সময় এটা প্রমাণ হিসেবে রাখছি.…প্রথমবারের মতো আমি আমার কাছের মানুষদের ছেড়ে কলকাতার বাইরে থাকবো..। নতুন যাত্রা..নতুন চ্যালেঞ্জ... মুম্বই সদয় হও।’ আর অভিনেতা তাঁর এই বিমানবন্দরের ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে 'অবশেষে ভালোবেসে চলে যাব' গানটি জুড়ে দিয়েছেন। এদিন বিমানবন্দরে তাঁকে কালো টি-শার্ট, আর কার্গো প্যান্টে দেখা যায়।
নীলের এই ভিডিয়োর নিচে কমেন্ট বক্স নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘নতুন এই যাত্রার জন্য রইল অনেক শুভেচ্ছা।’ কারোর মন্তব্য, ‘বাহ, দারুণ বিষয় মুম্বইয়ে নতুন যাত্রা শুরু করছো’। কারোর কথায়, ‘এগিয়ে চলো।’
তবে অভিনেতা নীল পাকাপাকি ভাবে কলকাতা ছেড়ে মুম্বইয়ে কেরিয়ার শুরু করলেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। এদিকে কলকাতা বিমানবন্দর থেকে ভিডিয়ো পোস্ট করার আগেই অভিনেতা নিজের ইনস্টাগ্রামে আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন তাঁর অভিনেত্রী স্ত্রী তৃণা সাহাও। বন্ধু রাজদীপ শেঠের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। যেখানে রাজদীপ লিখেছেন, ‘তোমার সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি..উজ্জ্বল হও।’ আর রাজদীপের এই পোস্ট থেকে অনুমান করা যায় নীল আপাতত কেরিয়ার গড়তে মুম্বই পাড়ি দিয়েছেন।
যদিও এবিষয়ে আমাদের তরফে নীল ভট্টাচার্যকে ফোন করা হলে তাঁর ফোন বেজে যায়। প্রসঙ্গত নীলকে শেষ দেখা যায় জি বাংলার 'অমর সঙ্গী' সিরিয়ালে। সদ্য শেষ হয়েছে এই সিরিয়ালটি। TRPতে ভালো ফল করতে না পারায় এই ধারাবাহিকের গল্পে ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়।