
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
টিআরপি-তে দুর্দান্ত ফল করছে জি বাংলার সিরিয়াল চিরদিনই তুমি যে আমার। অপর্ণা ও আর্যর সম্পর্কের সমীকরণ, গল্পে রহস্যের নতুন নতুন মোড় আর অবশ্যই দুর্দান্ত রোম্যান্স, কিছু বলা আর কিছু না বলা কথার ভিড়। আর ফলত দর্শকদের পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে এটি অল্প সময়তেই।
দেখা গিয়েছে যে, মেঘরাজের চর হিসেবে যে নীল অফিসে এসেছে, তা ধরে ফেলেছে আর্য। তবে তাকে শাস্তি না দিয়ে, উচ্চশিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে বিদেশে। এদিকে, কিংকরের কাছে আর্য স্বীকার করে নেয় যে, বেশিদিন আর নিজের ভালোবাসা সে চেপে রাখতে পারবে না অপর্ণার কাছ থেকে। বলেই দেবে মনের কথা।
এদিকে সঙ্গে দেখানো হয়েছে যে, কিংকর আসলে মেঘরাজ ভেবে যাকে ধরে এনেছিল ও জখম করেছিল, সে আসলে নকল। আসল শয়তান এখনও অধরা। এদিকে, ২৬ জুলাই বৃহস্পতিবারের পর্বে দেখা যাবে যে, অফিস থেকে বাড়ি ফেরার সময় মেঘরাজ অজ্ঞান করে দেয় আর্যকে। আর সঙ্গে অপহরণ করে দেয়।
তবে কোনোভাবে অপর্ণা বুঝে ফেলে, কিছু বিপদ হতে চলেছে তার ‘স্যারে’র। একটা গাড়ি নিয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে ছুটে বেড়ায়। ধরা কি পড়বে মেঘরাজ? আর্যকে কি বাঁচাতে পারবে অপর্ণা? সমস্তটার খোলাসা হবে বৃহস্পতিবারের এপিসোডে।
সঙ্গে বর্তমনে চিরদিনই তুমি যে আমারে দেখা হচ্ছে যে, পূর্বজন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার। বিশেষ করে ‘রাজনন্দিনী’ নাম শুনে সে বারবার ভাবতে থাকে, কোথায় শুনেছে সে এই নাম! বিখ্যাত মারাঠি ধারাবাহিকের রিমেক চিরদিনই… দাবি সিরিয়ালপ্রেমীদের। যেখানে দেখা যাবে যে, আর্যর বউ মারা যায়। আর পরজন্মে সে-ই অপর্ণা। নিজের হত্যার বদলা নিতে ফিরে এসেছে সে। এবার কারও মতে, আর্যই সম্পত্তির লোভে খুন করেছিল নিজের বউকে। ভালোমানুষের মুখোশে থাকা আর্য-ই আসলে নাকি ভিলেন। আবারকারও মতে, আর্যর বউকে খুন করে কিংকর, আর দায় চাপায় মেঘরাজের উপর। তবে ধারবাহিকের গল্প কোন দিকে এগোয়, তা তো সময়ই বলবে।
৳7,777 IPL 2025 Sports Bonus