এমনটা নয় যে, আন্দ্রে রাসেলকে নিতান্ত রংচটা দেখাচ্ছিল। তবে কেকেআর তাঁকে কার্যত লোয়ার অর্ডারে ব্যবহার করায় বড় রানের ইনিংস গড়ার তেমন সুযোগই পাচ্ছিলেন না দ্রে রাস। রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তুলনায় উপরে ব্যাট করতে নামার সুযোগ পান রাসেল। ক্যারিবিয়ান তারকা ২২ বলে হাফ-সেঞ্চুরি করে কেকেআরকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন।
রাসেলের মারকাটারি ইনিংসেই জন্যই নাইট রাইডার্স ২০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। তা নাহলে একসময় ১৮০-র আশেপাশে আটকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তাদের। কলকাতা শেষমেশ ১ রানের উত্তেজক জয় তুলে নেয় ম্যাচে।
রাসেল ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। গত আইপিএলের প্রথম ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছিলেন দ্রে রাস। দীর্ঘ ২৫ ম্যাচ পরে ফের আইপিএলে ৫০ রানের গণ্ডি টপকালেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পথে এমন এক রেকর্ড গড়েন রাসেল, যা আর কোনও বিদেশি ক্রিকেটারের নেই। তিনি প্রথম ও একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ইডেন গার্ডেন্সে ১০০০ আইপিএল রান পূর্ণ করেন। রাসেলের আগে ২ জন ভারতীয় ক্রিকেটার ইডেনে ১০০০ আইপিএল রান পূর্ণ করেছেন। একজন হলেন গৌতম গম্ভীর এবং অন্যজন রবিন উথাপ্পা।
কালবৈশাখীর মরশুমে ইডেনে রাসেল ঝড় দেখার পরে কেকেআর সমর্থকরা আরও একটি খুশির খবর পেলেন। সুনীল নারিনের মতো নিজের আইপিএল কেরিয়ারের একেবারে শুরু থেকে কেকেআরের হয়ে মাঠে নামছেন দ্রে রাস। কেকেআর তাঁকে কখনও স্কোয়াড থেকে ছাড়েনি। তবে সম্প্রতি রাসেল ও নারিনের কেকেআরে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার।
আরও পড়ুন:- হাতে ব্যান্ডেজ, চোট পেয়ে ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েও ইডেনে অবিশ্বাস্য ক্যাচ রাহানের- ভিডিয়ো
আপাতত সেই গুঞ্জনকে দূরে ছুঁড়ে ফেললেন বরুণ চক্রবর্তী। রাজস্থান ম্যাচের পরে বরুণ স্পষ্ট জানান যে, এখনই আইপিএল থেকে সন্যাস নেওয়ার কোনও ইচ্ছা নেই রাসেলের। এখনও অন্তত ৬ বছর আইপিএল খেলতে চান ক্যারিবিয়ান তারকা। উল্লেখ্য, দ্রে রাসের বয়স এখনই ৩৭। বরুণের কথা যদি যথার্থ হয়, তবে ধোনির মতো ৪৩ বছর বয়সেও আইপিএলে মাঠে নামতে চান রাসেল।
বরুণ বলেন, ‘ওর সঙ্গে যেমনটা আমার কথা হয়, তাতে বুঝেছি যে, রাসেল এখনও ২-৩টি চক্রে আইপিএল খেলা চালিয়ে যেতে চায়। অর্থাৎ, আরও অন্তত ৬ বছর ধরে নেওয়া যায়। ও ফিট রয়েছে। সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। আপনার কত বয়স, সেটা কোনও বিষয় নয়। আপনি দলের পারফর্ম্যান্সে অবদান রাখতে পারছেন কিনা, সেটাই আসল কথা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার বয়স নিয়ে কেউ মাথা ঘামায় না।’