একের পর এক সমবায় নির্বাচনে জিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেটা শহর লাগোয়া সমবায় ব্যাঙ্কের নির্বাচন হোক বা গ্রামবাংলার সমবায় নির্বাচন। বাম–বিজেপি কিছুতেই পেরে উঠছে না। এমনকী রাম–বাম জোট করেও একাধিক সমবায় নির্বাচনে পরাজিত হয়েছে। কিন্তু যে বিষয়টি বিজেপির জন্য চিন্তার সেটি হল, গেরুয়া গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর এবং তার অন্তর্গত হলদিয়ায় একের পর এক সমবায় নির্বাচনে জিতছে তৃণমূল কংগ্রেস। আর হারছে বিজেপি। এবার এই ছবি দেখা গেল বন্দরশহর হলদিয়ায়। যা নিয়ে চাপে গেরুয়া শিবিরের নেতারা।
এদিকে আর এক বছর পর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ–বিজেপির যা অবস্থা হচ্ছে তাতে ভরসা করতে পারছেন না মানুষজন। এই আবহে পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় নির্বাচনে জিতে জেলায় ব্যাপক শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস। জেলাজুড়ে একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজয় হয়েছে বাম–বিজেপি। এবার বিজেপির খাসতালুক বলে পরিচিত হলদিয়া সেখানে হেরে গিয়েছে গেরুয়া শিবির। আর জিতেছে তৃণমূল কংগ্রেস। রবিবার হলদিয়া ব্লকের বাড়বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন হয়। যেখানে মোট আসন সংখ্যা ১২। সেখানে সব আসনে জিতেছে তৃণমূল।
আরও পড়ুন: চন্দননগরে গ্রেফতার পাকিস্তানের নাগরিক, ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে বসবাস মহিলার
এই নির্বাচনকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সেখানে টানটান লড়াই হবে এটাই আশা করেছিল পদ্ম শিবির। কিন্তু দিনের শেষে দেখা গেল, গোহারা হয়েছে পদ্মফুল। আর বিজয় পতাকা উড়ল ঘাসফুল শিবির। পুলিশের কড়া নিরাপত্তায় ভোট হওয়ায় কারচুপির কোনও অভিযোগ ওঠেনি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির টানটান রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে এই নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়। অবশেষে ফল প্রকাশ হতেই দেখা যায় সবকটি আসনেই তৃণমূল কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি এবং সিপিএম। তখনই সবুজ আবির এবং মিষ্টি মুখে মেতে উঠেন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী এবং কর্মীরা।
কিছু দিন আগে এই হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল এবং সাংগঠনিক নেতা শ্যামল মাইতি বিজেপি সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তখন থেকেই হলদিয়ায় বিজেপি বলে সব কিছু উবে যায়। বিজেপির সংগঠন হলদিয়ায় ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছে। আর তার প্রমাণ মিলল এই সমবায় নির্বাচনে। এখানে মোট ভোটার সংখ্যা ৭৭৬। যার মধ্যে সরাসরি ভোট পড়েছে ৬৩৬টি। আর একটিও পায়নি সিপিএম এবং বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির শক্ত ঘাঁটিতে তৃণমূল কংগ্রেসের এই জয় বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।