জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারাল। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২৩ বছর বয়সি ইমতিয়াজ আহমেদ মাগ্রে নামের ওই ব্যক্তি গভীর বনের মাঝে দাঁড়িয়ে। বেশ কিছুক্ষণ ধরে সামনের পাহাড়ি নদীর দিকে তাকিয়ে ছিল সে। এরপর হঠাৎ সেই পাথুরে নদীতে ঝাঁপিয়ে পড়ে সে। জঙ্গিদের সাহায্য করা এই সব কাশ্মীরিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার।(আরও পড়ুন: ভারতের নৌমহড়ায় আতঙ্কে পাক? মনোবল বাড়াতে এগিয়ে এল 'বন্ধু', পাঠাল রণতরী)
আরও পড়ুন: মধ্যরাতে ভারত নিয়ে বৈঠক ইসলামাবাদে, ওদিকে LoC-তে পাক সেনা পেল যোগ্য জবাব
উল্লেখ্য, ইমতিয়াজকে গত শনিবার গ্রেফতার করেছিল পুলিশ। জেরায় সে স্বীকার করেছিল যে জঙ্গিদের খাদ্য ও আশ্রয় দিয়েছিল সে। সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যেতে রাজি হয়েছিল ইমতিয়াজ। এই আবহে রবিবার ইমতিয়াজকে নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল জঙ্গলে প্রবেশ করে। তবে সেই সময় বাহিনীর কাছ থেকে পালিয়ে যায় সে। পাহাড়ের নীচের দিকে নেমে ভেশা নদীর সামনে এসে পৌঁছায়। তখন পাহাড়ের ওপর দিক থেকে ইমতিয়াজের কাণ্ডকারখানার ভিডিয়ো রেকর্ডিং চলছিল। দেখা যায় পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় সে। পরে নদীতে ডুবে মৃত্যু হয় তার। (আরও পড়ুন: পাকিস্তানের লাগবে 'শক', ভারতের হবে লাভ! সিন্ধু নিয়ে নয়া পরিকল্পনা মোদী সরকারের)
আরও পড়ুন: কথায় কথায় ভারতকে নকল পাকিস্তানের, ভয়ে কি মাথা 'ব্ল্যাঙ্ক' হয়ে গেল ইসলামাবাদের?
ভিডিয়োতে দেখা যায়, নদীতে ঝাঁপ দিয়ে সাঁতা রকাটার চেষ্টা করেছিল ইমতিয়াজ। তবে স্রোতের তোরে সে ভেসে যায়। এদিকে অভিযোগ ওঠে, নিরাপত্তা বাহিনী নাকি ইমতিয়াজকে মেরে ফেলেছে। তবে এই ঘটনার ভিডিয়ো রেকর্ডিং থাকায় পুলিশ ও সেনা নিজেদের বিরুদ্ধ ওঠা অভিযোগ পুরোপুরি খারিজ করতে পেরেছে। এরই সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক দলগুলিকে এই নিয়ে মিথ্যা প্রচার করতে বারণ করেছে পুলিশ। এর আগে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ইমতিয়াজের মৃত্যুর নেপথ্যে রহস্য আছে বলে দাবি করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় মুফতি লিখেছিলেন, 'কুলগামের একটি নদী থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর জেরে গুরুতর অপরাধের অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইমতিয়াজ মাগ্রেকে দুই দিন আগে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছিল এবং এখন রহস্যজনকভাবে তাঁর মৃতদেহ নদীতে ভেসে উঠেছে।'