সময়টা একদমই ভালো যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। খাতায় কলমে এখনও আইপিএলের প্লে অফে যাওয়ার একদম ক্ষীণ আশা থাকলেও সেই অঙ্ক মেলানো বড্ড কঠিন কামিন্সদের কাছে। একমাত্র ক্রিকেট দেবতাই পারেন সেই অঙ্ক মিলিয়ে তাঁদের প্লে অফের দিকে এগিয়ে নিয়ে যেতে। এরই মধ্যে আবার ধাক্কা খেল সানরাইজার্স হায়দারাবদ দল। এবার আরও এক ব্যাটার ছিটকে গেল আইপিএল থেকে।
নয়া ক্রিকেটারকে দলে নিল SRH
আইপিএল ২০২৫-র বাকি অংশের জন্য সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার স্মরণ রচিবন্দ্রন চোটের জন্য ছিটকে গেলেন। তাঁর পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করে দিল প্যাট কামিন্সের দল। স্মরণ অবশ্য নিজেও পরিবর্ত ক্রিকেটার হিসেবেই সানরাইজার্সে যোগ দিয়েছিলেন। এবার সেই তিনিই চোট পেয়ে ছিটকে যাওয়ায় ফের নতুন ক্রিকেটারকে নিতে হল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজিকে।
হর্ষ দুবে এলেন Sunriser Hyderabad-এ
আইপিএলের বাকি মরশুমের জন্য হর্ষ দুবেকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে স্মরণ রবিচন্দ্রনকে তাঁরা দলে নিয়েছিল অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসেবে। অজি স্পিনারও চোটের জন্য ছিটকে গেছিলেন। এবার হর্ষ দুবেকেই তাই পরিবর্ত হিসেবে নেওয়া হল, যদিও তিনি খেলবেন কিনা বাকি চার ম্যাচের একটিতেও তা জানা নেই। কারণ জাম্পা বা স্মরণ কেউই এই দলের কম্বিনেশ অনুযায়ী ক্লিক করছিলেন না। স্মরণ তো একটা ম্যাচেও খেলেননি।
৩০ লক্ষ টাকায় আইপিএলে হর্ষ
আইপিএলের সোশাল নেটওয়ার্কিং সাইটের তরফে এদিন ঘোষণা করা হয় যে বিদর্ভের অল রাউন্ডার হর্ষ দুবেকে সানরাইজার্স দলে নেওয়া হয়েছে। তিনি ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে যোগ দিলেন। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি অফ স্পিন বোলিংও করেন হর্ষ। এখনও পর্যন্ত ১৬টি টি২০ ম্যাচে খেলেছেন বিদর্ভের এই অলরাউন্ডার, নিয়েছেন ৯টি উইকেট। করেছেন ১৯ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত রেকর্ড হর্ষের
প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য হর্ষের পারফরমেন্স দুর্দান্ত। তিনি ৩২ ইনিংসে ৯৭টি উইকেট নিয়েছেন, বোলিং গড় ১৯.৯৮। আটটা ফাইভ উইকেট হল রয়েছে হর্ষের ঝুলিতে। দুটি ম্যাচে ১০ উইকেট হলও রয়েছে তাঁর নামের পাশে। বিদর্ভের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে বেশ নাম রয়েছে তাঁর। লিস্ট এ কেরিয়ারেও ২০টি ম্যাচে ২১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে, ইকোনমি মাত্র ৪.৬৭।
আজ রাতে IPL-এ SRH vs DC
আজ রাতে প্যাট কামিন্সের দল IPL 2025-র ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে। দুই দলের কাছেই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কারণ পরপর ম্যাচ হেরে দিল্লিও কোনঠাসা অবস্থায় রয়েছে। আর সানরাইজার্সকে তো টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে। এখন দেখার আজকের ম্যাচে কোন দল অক্সিজেন পায়।