১ মে শ্রমিক দিবসে মুক্তি পেয়েছে ‘রেইড-২’। আর মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে অজয় দেবগনের এই ছবি। দর্শক ও সমালোচকদের উভয়ের কাছ থেকেই দারুণ সাড়া পাচ্ছে ‘রেইড-২’। আর বক্স অফিসের আয়ই তার প্রমাণ। সাসপেন্স ও থ্রিলারে ভরা এই ছবিটি চতুর্থ দিনে, অর্থাৎ রবিবারেও দারুণ ব্যবসা করেছে। Sacnilk.com-এর সর্বশেষ আপডেট অনুসারে, এই দিনে ছবিটি আয় করেছে ২১.৫০ কোটি টাকা। ১২০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবিটি মাত্র চার দিনে খরচের অর্ধেক টাকা উঠিয়ে ফেলেছে। আগামী দিনগুলিতে ছবিটি আরও ভালো ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে মুক্তির পর বেশ ভালোই পারফর্ম করছিল অক্ষয় কুমারের কেশরী 'কেশরী চ্যাপ্টার ২'। তবে রেইড মুক্তি পাওয়ার পর অনেকটাই ঝিমিয়ে পড়েছে অক্ষয় কুমারের এই ছবি। বক্স অফিসে মুক্তির ১৭ দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৮০.২০ কোটি টাকা।
রেইড-২ বক্স অফিস
ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com এর-তথ্য অনুযায়ী,
১ মে মুক্তি-র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি টাকা।
২ মে মুক্তি-র দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি টাকা।
৩মে মুক্তি-র তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি টাকা।
৪মে মুক্তি-র চতুর্থ দিন (রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২১.৫০ কোটি টাকা।
অর্থাৎ এখনও পর্যন্ত মোট (৪ দিন)‘রেইড ২’র আয় দাঁড়িয়েছে ৭০.৭৫ কোটি টাকা। (খবর লেখার সময় পর্যন্ত)। তথ্য় বলছে রবিবার ছবিটি হিন্দি ভাষার দর্শক উপস্থিতি ছিল প্রায় ৩৯.৯৩%। আর উপস্থিতির এই হারই প্রমাণ করে যো ছবিটি দর্শকদের কাছ থেকে পুরোপুরি সমর্থন পাচ্ছে।
রেইড-২ গল্প ও চরিত্র
‘রেfড ২’ ছবির গল্প একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি গল্প, যা একটি অত্যন্ত উচ্চপদস্থ ও বিপজ্জনক ৭৫তম ইনকাম ট্যাক্স রেইড-এর উপর ভিত্তি করে তৈরি। ছবিটিতে অজয় দেবগন আবারও একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। রীতেশ দেশমুখ এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।তবে এই চরিত্রে দারণ পারফর্ম করেছেন রীতেশ। অন্যদিকে, বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন।
পরিচালনা ও প্রযোজনা
‘রেfড ২’ ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত, যিনি এর আগে ‘রেইড’ (২০১৮) এর মতো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ছবি বানিয়েছিলেন। ছবিটির প্রযোজক হলেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠক, যাঁরা টি-সিরিজ ও প্যানোরামা স্টুডিওসের সঙ্গে মিলে ছবিটি প্রযোজনা করেছেন।