গৃহপ্রবেশ ধারাবাহিকে আসছে ফের নতুন চমক। কিছুদিন আগেই আকাশ এবং শুভলক্ষ্মীর বিয়ের দিন নিজের বাড়িতে পুনরায় ফিরে আসে আদৃত। তাকে দেখে সকলে চিনতে পারে। বিয়ে ভাঙে আকাশ, শুভলক্ষ্মীর। এবার স্মৃতি ফিরে আসায় নতুন নতুন মোড় আসবে গৃহপ্রবেশ ধারাবাহিকের গল্পে?
আরও পড়ুন: শহরে একের পর এক বাংলা সাহিত্য নির্ভর খুন! ফেলুদাকে শ্রদ্ধা জানিয়ে কেমন হল সুরঙ্গনার ডিটেকটিভ চারুলতা?
আরও পড়ুন: প্রথম দিনের নিরিখে জাটকে ছাপিয়ে গেল কেশরী চ্যাপ্টার ২! বিশ্বজুড়ে কত আয় করল অক্ষয়ের ছবি?
কী ঘটেছে?
এদিন স্টার জলসার তরফে গৃহপ্রবেশ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে আদৃতের আচমকাই পুরোনো স্মৃতি ফিরে আসছে। মনে পড়ে যায় তার এবং শুভলক্ষ্মীর বিয়ের মুহূর্ত, সিঁদুর দানের মুহূর্ত। সেই বলে ওঠে যে তার সব মনে পড়ে গিয়েছে। এমনকি চিনতেও পারে স্ত্রী শুভলক্ষ্মীকে। আনন্দের চোটে আদিকে জড়িয়ে ধরে শুভ। আর নেপথ্যে থেকে সবটা দেখে মোহনা। এমন অবস্থায় তাদের ৪ জন অর্থাৎ আদৃত, শুভলক্ষ্ণী, আকাশ, মোহনার জীবন কোন খাতে বয় সেটাই দেখার।
আরও পড়ুন: 'দাম্পত্যের বিষয়গুলো কীভাবে...' দিলীপ সাতপাকে বাঁধা পড়তেই কী বললেন দোলন - দীপঙ্কর? শুভেচ্ছা ঋদ্ধির
প্রসঙ্গত কিছু দিন আগে দেখানো হয়েছে আকাশ এবং শুভলক্ষ্মীর যখন সিঁদুর দান হবে সেই সময়ই সেখানে আসে আদৃত। আর তাকে দেখে সব ভুলে গাঁটছড়া খুলে ছুটে যায় শুভলক্ষ্মী। স্বাভাবিক ভাবেই সেই বিয়ে ভাঙে। এবার এমন অবস্থায় গল্পের মোড় কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।
গৃহপ্রবেশ ধারাবাহিক প্রসঙ্গে
গৃহপ্রবেশ ধারাবাহিকটি রোজ স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন উষসী রায়, সুস্মিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: 'স্বর্গের সিঁড়ি ধরার সহজ রাস্তা', এক রাতে এক কেজি কমাবে! ফুলকির প্রতিজ্ঞায় হেসে খুন নেটপাড়া
আরও পড়ুন: 'ঈশ্বরের উপহার' মেয়ের নাম রেখেছেন ইভারা, রাহুল ছাড়াও সদ্য বাবা হওয়া কোন ক্রিকেটার সন্তানের কী নাম রেখেছেন জানুন