
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আনন্দে মেতে রয়েছে সিংহ রায় পরিবার। বহু বছর পর ধুমধাম করে দুর্গাপুজো হচ্ছে ভট্টাচার্য বাড়িতে। উৎসবের আমেজে ডুবে সকলেই।
জোড়া লাগছে ভাঙা পরিবার। জেল থেকে ফিরে এসেছে রাহুল। নিজের ভুল শুধরে নিচ্ছে সে। পরিবার এবং দ্যুতির কাছে আসার চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না। একটু একটু করে ছন্দে ফিরছে সব কিছু। কিন্তু এ সবের মাঝেই ডি-এর থেকে উড়ো চিঠি পেয়েছে। সেখানে লেখা, খড়ির জেঠুর মৃত্যুর জন্য দায়ী তারই কাছে কেউ। যাকে সে খুব ভরসা করে।
জেঠুর মৃত্যুর তদন্ত নতুন করে শুরু করতে চায় খড়ি। সেই তদন্তের ফাইলও খুঁজে পেয়ে গিয়েছে সৌম্য। নিজের চোখে সেই ফাইল দেখতে চায় খড়ি। জানতে চায়, তার জেঠুর খুনি কে। দশমীর দিন সেই সত্যই তার সামনে আসতে চলেছে।
(আরও পড়ুন: ডি-এর ফাঁদে পা দিয়ে কোন বিপদে পড়বে খড়ি? জেনে নিন 'গাঁটছড়া'য় কী ঘটবে)
অন্য দিকে, শঙ্খ বাজানোর প্রতিযোগিতা হবে সিংহ রায় বাড়িতে। খড়ি চায়, ঋদ্ধি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। স্বামী জয়ী হলে তবেই তাকে নিজের মনের কথা জানাবে সে। কিন্তু আদৌ কি তা হবে? জানা গিয়েছে, যে গাড়ির তলায় চাপা পড়ে খড়ির জেঠু মারা যায়, সেটির মালিক আসলে ঋদ্ধি। এই তথ্য সামনে আসার পর কী সিদ্ধান্ত নিতে চলেছে খড়ি? আরও একবার ঋদ্ধির সঙ্গে দূরত্ব তৈরি হবে তার? এখন সেটাই দেখার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports