Faye Fantarrow: ক্যানসার, ব্রেন টিউমার, ছোট থেকেই নানার রোগের থাবা, মাত্র ২১-এ চলে গেলেন গীতিকার, গায়িকা
1 মিনিটে পড়ুন Updated: 02 Sep 2023, 03:40 PM ISTমাত্র ৮ বছর বয়সে, পরে ১৩ বছর বয়সেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে দু''বারই লিউকেমিয়া কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন ফায়ে। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে বিরল গ্লিউমা ব্রেন টিউমার ধরা পড়ে। ডেভ স্টুয়ার্টের প্রযোজনায় প্রথম গান মুক্তি পেয়েছিল গায়িকার। গান মুক্তির পরপরই ফায়ে জানতে পারেন তাঁর ব্রেন টিউমার হয়েছে।
ফায়ে ফ্যান্টারো