বড়দিনে সিনেমাপ্রেমী দর্শক দরবারে হাজির ৪টি বাংলা ছবি। তবে সবথেকে বেশি চর্চায় রয়েছে দেব-এর ‘খাদান’ আর রাজের 'সন্তান'। গত ২০ তারিখ ‘সন্তান’ মুক্তির প্রথম দিনেই বৃদ্ধা মা লীলা চক্রবর্তীকে হুইল চেয়ারে বসিয়ে নিজের ছবি 'সন্তান' দেখতে আনেন রাজ। সঙ্গে এসেছিলেন স্ত্রী শুভশ্রী ও ছেলে ইউভান।
এদিন মা-বউ-এর সঙ্গে রাজকে দেখে এবং তাঁদের সুন্দর পারিবারিক বন্ধন দেখে মুগ্ধ হন সিনেমাহলে উপস্থিত দর্শকরা। দর্শকদের উদ্দেশ্যে রাজ তখন বলেন, ‘আমি এটাই বলব, তোমারা সকলে বাবা-মা বাড়ির সকলকে নিয়ে সন্তান দেখো প্লিজ।’ অন্যদিকে ঠিক সেসময়ই শাশুড়িমাকে গাল টিপে আদর করতে দেখা যায় বউমা শুভশ্রীকে।
এরপর শুভশ্রী জানান, শুভশ্রী বললেন, ‘মাকে নিয়ে ছবিটা দেখলাম, ইউভান আমাদের ড্রপ করতে এসেছিল। তারপর ও চলে যায়। আগে মা হলে গিয়ে রাজের সব ছবি দেখতেন। তবে বাবা চলে যাওয়ার পর মা আর এখন বাড়ি থেকে বের হন না, অনেকদিন পর এলেন। আসলে আমিই জোর করে বলেছিলাম, আজ যদি না যাও, আমিই আর বাড়ি থেকে বের হব না, তাই মা এলেন। ছবি দেখে মায়ের চোখেও জল ছিল, বুঝলাম মায়ের ছবিটা ভালো লেগেছে'।
আরও পড়ুন-‘এই সাফল্যে কিছু মানুষের এত হিংসে কেন?…কাঠি করে কী লাভ!’ ঋত্বিকের আক্রমণে দেবের পাশে বিরসা