২০২৫ সালের ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হওয়া মহাকুম্ভ মেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে বহু ভক্ত আধ্যাত্মিক শুদ্ধি ও 'মোক্ষ'-এর খোঁজে পবিত্র স্নান করতে ভিড় করেছেন কোটি কোটি মানুষ।