বাংলা নিউজ > বায়োস্কোপ > Srijit Exclusive: ‘কড়া পরিচালকটা রেপুটেশন হিসেবে ব্যবহার করি, প্যাকআপ হয়ে গেলেই…’, কিলবিল মুক্তির আগে দাবি সৃজিতের
পরবর্তী খবর

Srijit Exclusive: ‘কড়া পরিচালকটা রেপুটেশন হিসেবে ব্যবহার করি, প্যাকআপ হয়ে গেলেই…’, কিলবিল মুক্তির আগে দাবি সৃজিতের

সৃজিত মুখোপাধ্যায়

নববর্ষের আবহে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'হেমলক সোসাইটি’র সিক্যুয়াল ‘কিলবিল সোসাইটি’। কিন্তু এত বছর পর কেন ছবির সিক্যুয়াল আনার কথা ভাবলেন সৃজিত? সবটা নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে খোলামেলা আড্ডায় ধরা দিলেন সৃজিত মুখোপাধ্যায়।

টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কার। বাংলা ইন্ড্রাস্ট্রির চোখে তিনি 'ফার্স্ট বয়'। যদিও খেতাব নিয়ে কখনওই সেভাবে মাথা ঘামান না সৃজিত। তাঁর কাজই তাঁর হয়ে কথা বলে। পরিচালকের সে রকমই একটা কাজ ছিল 'হেমলক সোসাইটি’। কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টপাধ্যায় অভিনীত এই ছবি সেই সময় দর্শক থেকে সমালোচক সকলের কাছেই দারুণ ভাবে সমাদৃত হয়েছিল। আর এবার নববর্ষের আবহে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবির সিক্যুয়াল ‘কিলবিল সোসাইটি’। কিন্তু এত বছর পর কেন ছবির সিক্যুয়াল আনার কথা ভাবলেন সৃজিত? সবটা নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে খোলামেলা আড্ডায় ধরা দিলেন সৃজিত মুখোপাধ্যায়।

বর্তমানে এমন অনেক ছবি আসে যেগুলো সমালোচক ও দর্শকের কাছে খুব প্রশংসা পায় ঠিকই, কিন্তু ছবিটা যত সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাওয়া উচিত ছিল, সেটা হয়তো পৌঁছতে পারে না। সেখানে কোনও ছবির সিক্যুয়াল বা প্রিক্যুয়াল দর্শককে হলমুখী করতে বাড়তি সুবিধা দেয়। সেই জায়গা থেকেই কি পরিচালক তাঁর ছবির সিক্যুয়াল আনার কথা ভাবলেন? প্রশ্নে সৃজিত জানান, শুরু থেকেই 'হেমলক সোসাইটি' এবং 'ভিঞ্চি দা' এই দুটি ছবির সিক্যুয়াল আনার পরিকল্পনা তাঁর ছিল। এই প্রসঙ্গে সৃজিত বলেন, 'হেমলোক সোসাইটির সিক্যুয়াল আনার পরিকল্পনা শুরু থেকেই ছিল। ছবিটার শেষ দৃশ্যে সাহেবকে (সাহেব চট্টোপাধ্যায়) পরমব্রত (পরমব্রত চট্টপাধ্যায়) বাঁচিয়ে যখন হেমলক সোসাইটিতে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছে, সেটার মধ্যে দিয়েই একটা নতুন কিছু শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছিল।'

আরও পড়ুন: বাড়ির অন্নপূর্ণা পুজোয় মেয়েকে কোলে নিয়ে নাচ করলেন রাজ, দেখা মিলল বিশেষ অতিথির!

তিনি জানান, তাঁর অন্যান্য যে সব ছবির সিক্যুয়াল বা প্রিক্যুয়াল এসেছে সেগুলো নিয়ে বরং তিনি আগে থেকে ভেবে রাখেননি। তবে সে ছবিগুলির ক্ষেত্রে কি বাণিজ্যিক দিককে মাথায় রেখেই এগিয়ে ছিলেন তিনি? প্রশ্ন ছুঁড়ে দিলে পরিচালকের সাফ জবাব, বাণিজ্যিক দিকের কথা মাথায় রেখে কখনও তিনি কোনও ছবি নিয়ে অগ্রসর হন না। তাঁর কথায়, 'কোনও ছবির সিক্যুয়াল বা প্রিক্যুয়াল নিয়ে দর্শকদের মধ্যে অবশ্যই উন্মাদনা একটু বেশি থাকে। দর্শকদের চরিত্রগুলোর জীবন নিয়ে একটা আগ্রহ থাকে। ফলে সেটার একটা সুবিধা তো অবশ্যই আছে। 'দ্বিতীয় পুরুষ', 'দশম অবতার'-এর ব্লকবাস্টার হওয়াও এর প্রমাণ দেয়। এটা নিয়ে সত্যিই কোনও দ্বিমত নেই। তবে আমি কখনওই বাণিজ্যিক দিকের কথা মাথায় রেখে এগিয়ে যাই না। মার্কেটে কি চলছে? এইসব আমাকে কোনও দিনই ভাবায় না। আমি যে কাজগুলো করতে ভালোবাসি, সেগুলোর প্রতি আমার বেশি আগ্রহ। আমি আনন্দ করের সঙ্গে আলাপচারিতা করে দেখতে চেয়েছিলাম তার জীবনে কি হচ্ছে। আর আমার সেই আগ্রহের সঙ্গে প্রযোজক ব্যবসায়িক দিকটা মিলিয়ে দেখেন। প্রযোজকের উত্তেজনা, আগ্রহ সেটা কিন্তু আসে ফ্র্যাঞ্চাইজি ফিল্মের ব্যবসায়িক সুবিধার জায়গা থেকে।'

কিন্তু 'হেমলক সোসাইটি’-এর সিক্যুয়াল আনতে এত বছর কেন সময় লাগল? প্রশ্নে সৃজিত বলেন, 'আমি সঠিক গল্প পাইনি, তাই এত বছর সময় লেগে গেল।' তবে এবার এক সত্যি ঘটনাই সৃজিতের 'হেমলক সোসাইটি'র সিক্যুয়াল 'কিলবিল সোসাইটি' আনার সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। সৃজিতের জানান, তাঁর ছবির এই বিষয়বস্তু তিনি খুঁজে পেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবন থেকে। অ্যাঞ্জেলিনার বয়স তখন ২২, সেই সময় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু নিজে তা করতে পারছিলেন না। তাই এক বন্দুকবাজকে ভাড়া করেছিলেন তাঁকে গুলি করার জন্য। তবে অভিনেত্রী যে সেই সময় খানিক বিভ্রান্ত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তা বুঝেছিলেন ওই বন্দুকবাজ। তাই তিনি অ্যাঞ্জেলিনাকে একমাস সময় দিয়ে জানিয়েছিলেন, একমাস পরও যদি অ্যাঞ্জেলিনার সিদ্ধান্তের পরিবর্তন না হয়, তবে তিনি এই কাজ করবেন। যদিও একমাস পরে মন বদলায় অভিনেত্রীর। পরে এক সাক্ষাৎকারে এই কথা নিজেই জানিয়েছিলেন অ্যাঞ্জেলিনা। সেখান থেকেই সৃজিত তাঁর 'কিলবিল সোসাইটি'র বিষয়বস্তু পেয়েছেন। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে কৌশানী মুখোপাধ্যায়ের চরিত্রকেও নিজের মৃত্যুর সুপারি দিতে দেখা গিয়েছে 'মৃত্যুঞ্জয় কর'কে। 'হেমলক সোসাইটি'র 'আনন্দ কর'ই 'কিলবিল সোসাইটি'র 'মৃত্যুঞ্জয়'।

আরও পড়ুন: প্রস্থান হল 'প্রন্থান'! বাগডোগরা বিমানবন্দরের হাল দেখে ইউটিউবার বলল ‘কান মুলে..’

কিন্তু যাঁর অভিনীত চরিত্র 'মৃত্যুঞ্জয়' নিয়ে এত আলোচনা সেই পরমব্রতর সঙ্গে জুটি বেঁধে একাধিক ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়েছেন সৃজিত। তবে এত বছর পর ফের সেই চেনা চরিত্রকে নতুন মোড়কে আবিষ্কার করতে গিয়ে পরিচালকে কতটা অবাক করলেন পরম? প্রশ্নে সৃজিতের উত্তর, 'পরম 'আনন্দ কর'কে এমন ভাবেই নিজের মধ্যে আত্মস্থ করে নিয়েছেন, যদি মাঝরাতে ঘুম থেকে তুলে ওঁকে বলি আনন্দ কর হতে, তাহলে ও স্বাচ্ছ্বন্দ্যে তা করে ফেলবে। তবে এই ছবিতে আমাকে চমক দিয়েছে কৌশনী। ও কমার্শিয়াল ছবির অভিনেতা, তাই শুরুর দিকে ভেবেছিলাম ওঁকে হয়তো অনেক পরিশ্রম করতে হবে, অভিনয়ের ধারা পাল্টানোর জায়গা থেকে। কিন্তু কৌশানী এত বুদ্ধিমতী যে সেটার ৩০ শতাংশও করতে হয়নি ওঁকে। যা যা বলেছি পুরোটা আত্মস্থ করে, যা যা চেয়েছি তা দিতে পেরেছে। মনস্তাত্ত্বিক যে জায়গাগুলো চেয়েছিলাম ওঁর কাজের মধ্যে দিয়ে সেই জায়গাগুলোয় আমাকে ও অবাক করেছে। খুব খুব খুশি ওঁর কাজ নিয়ে।'

তবে অন্য ধারার অভিনয়ে কৌশানী মুখোপাধ্যায় তাঁর শেষ কয়েকটি কাজের মাধ্যমেই হাত পাকিয়েছেন। সৃজিত জানান, কৌশানিকে বেছে নেওয়ার নেপথ্যেও রয়েছে তাঁর সেই সব কাজ। সৃজিতের কথায়, 'আবার প্রলয় এবং বহুরূপীতে আমি ওঁর মধ্যে একটা স্ফুলিঙ্গ দেখেছিলাম। আমার মনে হয়েছিল পরিশ্রম করলে সেই স্ফুলিঙ্গ দাবানল হয়ে যেতে পারে। ওঁর কাজ দেখে আমি চমকে গিয়েছি, পরমও চমকে গিয়েছে। এমনকী দুটো দৃশ্যে কৌশানী এত ভালো কাজ করেছে যে, গোটা ইউনিট স্বতঃস্ফূর্ত ভাবে হাততালি দিয়েছিল ও শর্ট দেওয়ার পর। অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার।' তবে 'কিলবিল সোসাইটি'-এর প্রিক্যুয়ালে কোয়েল মল্লিকের কাজও দর্শকদের বেশ ভালো লেগেছিল। কিন্তু সদ্যই দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন নায়িকা, তাই কি ছবি থেকে সরে থাকলেন তিনি? প্রশ্নে সৃজিত জানান, এই ছবির গল্প সম্পূর্ণ আলাদা, এই ছবির জন্য কোয়েলকে ভাবা হয়নি। তবে সব মিলিয়ে ‘কিলবিল সোসাইটি’ নিয়ে দারুণ ভাবে আশাবাদী পরিচালক।

কিন্তু কেবল ‘কিলবিল সোসাইটি’ নয়, মাত্র কয়েক মাসের মধ্যেই 'পদাতিক' থেকে 'টেক্কা', বছর শুরুতে 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর মতো একাধিক ভালো ভালো ছবি পরিচালক উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু এত অল্প সময়ের মধ্যে একের পর এক অভিনব সব কাজ কীভাবে হাজির করা সম্ভব? প্রশ্নে পরিচালক বলেন, 'নিজের বক্তব্য বা নিজের গল্পের উপর আত্মবিশ্বাসী হলে, সঙ্গে একটা ভালো টিম থাকলে, আর একটু কম ঘুমিয়ে দিনে ১৮ থেকে ২০ ঘন্টা কাজ করতেই পারলেই এটা সম্ভব।'

কিন্তু ছুটি? পরিচালকের কথায়, 'আমার ছুটির কোনও প্রয়োজন হয় না। সৌভাগ্যবশত আমি যে পেশাটা বেছে নিয়েছি, সেখানে কাজ আর ছুটির মধ্যে কোনও তফাৎ নেই। আমার কাছে যেটা কাজ, সেটাই আমার কাছে ছুটি। সেটাই আমার কাছে আনন্দ। এটা তো আমার অফিস নয় যে স্যুট, টাই পরে আমাকে প্রতিদিন অফিসে যেতে হবে। আমি এটা বলছি না যে, অফিসে গিয়ে আমি উপভোগ করতাম না। আমি যখন কর্পোরেটে কাজ করতাম, তখন একজন ইকোনোমেট্রিশিয়ান হিসেবে কাজ করে খুবই আনন্দ পেতাম। কিন্তু এই কাজটা একটু বেশিই উপভোগ করি। তাই সেই অর্থে আমার কাছে কাজ আর ছুটির মধ্যে কোনও বিভেদ নেই। অন্তত আমি সেটা অনুভব করি না।'

এই জন্যই তিনি ইন্ডাস্ট্রির 'ফার্স্ট বয়'... অবশ্য এই প্রসঙ্গ উঠতেই সৃজিত জানান, এই সব খেতাব নিজের সঙ্গে জুড়তে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য নন। বরং তিনি তার কাজের প্রতি আগ্রহী। তাঁর কথায়, 'এই সব টার্মিনোলজি আমার কাছে হোয়াইট নয়েজ। আমি ইন্ডাস্ট্রিতে এসেছি যেরকম ছবি বানাতে চেয়েছিলাম সেরকম ছবি বানানোর জন্য। আমার পকেটের পয়সা খরচ করে আমি যে ধরনের ছবি দেখব, আমি সেই ধরনের ছবি তৈরি করি। বাকি মানুষ বলবেন, সমালোচকরা বলবেন, ঐতিহাসিকরা বলবেন আর বলবেন মহাকাল।'

তবে সৃজিতের কাজ দর্শক সমালোচকদের সকলের এত পছন্দ। এর মধ্যেই তাঁর ঝুলিতে পাঁচ পাঁচটি জাতীয় পুরস্কার। এতখানি সাফল্য তাঁকে কতটা বদল করেছে? প্রশ্নের পরিচালকের উত্তর, 'সাফল্য কাজের পরিমাণ বাড়িয়ে দেয়। আমার কাছে সাফল্যটা সাইড এফেক্ট মাত্র। আসল সাফল্য আমার কাছে পরের ছবিটা যে ভাবে করতে চাই, সে ভাবে করতে পারছি কিনা। তবে সেটা অবশ্য অটোগ্রাফ থেকেই পারি। কিন্তু এখনও যে প্রযোজকরা আমার উপর ভরসা রেখেছেন, আমাকে আমার মতো করে গল্প বলতে দিচ্ছেন এটাই আমার কাছে সাফল্য। বক্স অফিসে যদি আমি আমার সাফল্যের মাত্রা ক্যালকুলেট করি মোটামুটি ৭৮ শতাংশ। এই সংখ্যাটা কিন্তু বেশ বড়। কিন্তু এটা সাইড এফেক্ট, বাই-প্রোডাক্ট, এটার কথা ভেবে তো আমি কাজ করি না। তাহলে আমি একটা 'নির্বাক' করতাম না বা 'এক্স ইকুয়াল টু প্রেম' করতাম না। 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিটা বক্স অফিসে খুব ভালো করল। সত্যি বলতে আমি এতটাও আশা করিনি। ছবিটা খুবই এক্সপেরিমেন্টাল একটা ছবি ছিল, সেটাই যে ২০২৫-এর প্রথম হিট হয়ে যাবে এটা ভাবতে পারিনি। কিন্তু সেটা হয়েছে, তার জন্য আমি আমার দর্শকদের ধন্যবাদ দিতে চাই। আসলে এটা মানুষের ভালোবাসা, এটা ভেবে তো কাজ করা যায় না।'

তবে ইন্ড্রাস্ট্রি অনেক অভিনেতা-অভিনেত্রীর মুখেই শোনা যায় সৃজিত নাকি খুব কড়া পরিচালক, তাই বোধ হয় বার বার সাফল্য তাঁর হাতের মুঠোয় ধরা দেয়। এই প্রসঙ্গে তিনি বলেন, 'প্যাকআপ হয়ে গেলে আমি কিন্তু খুবই নরম মনের মানুষ। তবে হ্যাঁ, আমি আমার এই ইমেজটা ধরে রাখতে চেষ্টা করি। আসলে বকাঝকা করি না। কিন্তু কড়া পরিচালকের বিষয়টা আসলে রেপুটেশন হিসেবে ব্যবহার করি। এর জন্য অভিনেতারা খুব লক্ষ্মী ছেলে-মেয়ের মতো সংলাপ মুখস্থ করে আসেন।'

প্রসঙ্গত, চলতি বছরের ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'কিলবিল সোসাইটি'। ছবিতে পরমব্রত চট্টপাধ্যায় ও কৈশানী মুখোপাধ্যায় ছাড়াও দেখা যাবে সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টপাধ্যায়, বিশ্বনাথ বসু মতো অভিনেতাদের।

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের ভাগ্যে আজ কী রয়েছে? রইল ৮ সেপ্টেম্বর ২০২৫ রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ কারা লাকি? ৮ সেপ্টেম্বর ২০২৫ রাশিফল রইল পুজোর শপিং-এ জল ঢালতে ফের ক্রিজে বৃষ্টি! আবহাওয়ার পূর্বাভাস রইল হকিতে এশিয়া সেরা ভারত! দক্ষিণ কোরিয়াকে ৪-১ এ উড়িয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে? ভাইকে লঞ্চ করেন সুনীল দত্ত, ছবিতে সোমকে ছাপিয়ে যায় ভিলেন! কে ছিলেন সেই খলনায়ক? ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? দুর্গাপুজোকে ঘিরে কড়াকড়ি, উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসছেন কলকাতার পুলিশ কমিশনার সদ্য অশান্ত হয় রাজবাড়ি,হাসিনা-হীন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে মুখ খুলল ঢাকা নভেম্বরে কনস্টেবল নিয়োগ পরীক্ষা, সিভিক-ভিলেজ পুলিশদের জন্য বিশেষ কোটা

Latest entertainment News in Bangla

ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে? ভাইকে লঞ্চ করেন সুনীল দত্ত, ছবিতে সোমকে ছাপিয়ে যায় ভিলেন! কে ছিলেন সেই খলনায়ক? ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি ‘চেনা ছক…এসব আমরা উপন্যাসে লিখি’ অহনা আমাদের কোন ছকে দাঁড় করায় শেষমেশ? বিদেশের মাটিতে গর্বিত বাংলা, ভেনিসে সেরা পরিচালকের পুরস্কারে পুরস্কৃত অনুপর্ণা ভাল্লুক ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত পাক গায়িকার শরীরে ! অল্পের জন্য প্রাণ বাঁচল QB-র বারবার অনুরোধ অরিজিতের, তাও শোনা হল না, বিদ্যুৎ কেটে দিল লন্ডন স্টেডিয়াম ‘আমরা পুজো করি না,কোরানে লেখা আছে…', গণপতি বিতর্কে নীরবতা ভাঙলেন আলি

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.