তাঁর বাঁকা ঠোঁটের হাসি আজও মন কেড়ে নেয় আপামর বাঙালির। ঘাড় ঘুরিয়ে তাকালে থমকে যায় সময়, তিনি বাঙালির মহানায়িকা, তিনি সুচিত্রা সেন। তাঁর কোনও তুলনা হয় না, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক ছবি। সেই হাসি, সেই চাউনি দেখে কয়েক পলকের জন্য থমকে যেতে হয়েছে নিজের ফেসবুক ফিডে।
সুচিত্রা সেনের পর তাঁর লুকে বাঙালিকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন মহানায়িকার নিজের রক্ত, তাঁর নাতনি রাইমা সেন এবং অভিনেত্রী পাওলি দাম। তবে যে ছবি ঘিরে এত আলোচনা, সেই ছবিটি কার চিনতে পেরেছেন? এই ছবি জি বাংলার রাইপূর্ণার অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতির। দিন কয়েক আগে নিজের ফেসবুকে এই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘এমনি’।
এমনি এমনি এই ছবি এমন ভাইরাল হবে তা ঘুণাক্ষরেও ভাবেননি নায়িকা। সোমবার রাতে এই ছবি ফেসবুকে শেয়ার করে নেন পরিচালক রাজর্ষি দে। সঙ্গে লেখেন, ‘এই হাসিতেই শান্তি’। পরিচালক পোস্ট দেখেও অনেকেই বিচলিত। এই ছবির রহস্য জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল আরাত্রিকার সঙ্গে। মিঠিঝোরার সেট থেকেই ফোন ধরলেন। আরাত্রিকা জানালেন, ‘বিশ্বাস করো আমি ভাবিনি ছবিটা এইরকমভাবে সবার মনে দাগ কাটবে। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে ছবিটা তুলিনি। এটা কোনও শ্যুটের ছবি নয়। আলাদা করে মেকআপ করিনি। মিঠিঝোরার শ্যুটিং থেকে ফিরে, এমনি বাড়িতে একটু রেট্রো স্টাইলে চোখ এঁকেছিলাম। এরপর নিজের ফোনের ক্যামেরাতে সেলফিটা তুলেছি’।