বাংলা নিউজ > বায়োস্কোপ > বুদ্ধদেব গুহর ছোট্ট রসিকতা, বাড়ির বাইরে বেরনো বন্ধ হয়ে গেছিল সমরেশ মজুমদারের!
পরবর্তী খবর

বুদ্ধদেব গুহর ছোট্ট রসিকতা, বাড়ির বাইরে বেরনো বন্ধ হয়ে গেছিল সমরেশ মজুমদারের!

বুদ্ধদেব গুহ এবং সমরেশ মজুমদার। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

প্রয়াত হয়েছেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বয়স হয়েছিল ৮৫ বছর।সমরেশ মজুমদারের মতো যশস্বী সাহিত্যিকদের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই সাহিত্য বন্ধুর ছিল না। ছিল আত্মিক।

রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বেলভিউ হাসপাতালে প্রয়াত হয়েছেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বয়স হয়েছিল ৮৫ বছর। বয়সজনিত নানান সমস্যার মধ্যে দেখা দিয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যা ও মূত্রনালীতে সংক্ৰমণ। কিছুদিন আগে ফের ভর্তি হয়েছিলেন হাসপাতালে। রবিবার রাতে থামল লড়াই। না ফেরার দেশে পা বাড়ালেন 'ঋজুদা'-র স্রষ্টা। 

বুদ্ধদেববাবুর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাহিত্যমহল। প্রবীণ থেকে নবীন বাংলার প্রায় সব সাহিত্যিকেরই পছন্দের লেখকের তালিকায় একেবারে উঁচুর দিকেই তাঁর অবস্থান। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদারের মতো যশস্বী সাহিত্যিকদের  সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই সাহিত্য বন্ধুর ছিল না। ছিল আত্মিক। সমরেশ মজুমদার তাঁর থেকে প্রায় বছর আট, নয় ছোট হলেও তাঁদের বন্ধুত্বের ক্ষেত্রে বয়স কখনও পাঁচিল তুলে দাঁড়ায়নি। সমরেশ মজুমদারের নিজের স্বাস্থ্যও দারুণ কিছু ভালো নেই। তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন লেখক। এর মধ্যেও ফোনের ওপার থেকে হিন্দুস্তান টাইমস-কে তাঁর 'লালাদা'-র বিষয়ে নানান রঙিন, অজানা কথা শোনালেন 'কালবেলা'-র স্রষ্টা।

কথায় কথায় জানা গেল নামকরা সাহিত্যিক হয়ে ওঠার আগেই তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল বুদ্ধদেব গুহ-র। সেই স্বল্প পরিচয়ে চাকরির জায়গায় রীতিমতো একটি বিপদের হাত থেকে তাঁকে প্রায় একা হাতে বাঁচিয়েছিলেন 'ঋজুদা'-র স্রষ্টা। সমরেশ মজুমদারের কথায়, ' লালাদার কাছে আমি আজীবন ঋণী থাকব সেই উপকারের জন্য। তখন আমি সদ্য ইনকম ট্যাক্স-এর চাকরিতে ঢুকেছি। তখন লেখালিখি করি না বললেই চলে। ওই একটা-দুটো গল্প প্রকাশিত হয়েছে দেশ পত্রিকায়। লালাদা তখন ইনকাম ট্যাক্স এর বড় উকিল। এমন সময় একটি গন্ডগোলের ফলে পুলিশের ভুল রিপোর্টে আমার চাকরি গেল। রুল ফাইভ ওয়ান-এর ধারায় আমার নামে অভিযোগ উঠল। এই অভিযোগ উঠলে আর কোনও সরকারি চাকরি পাওয়া যায় না। লালাদার কানে ব্যাপারটা গেছিল। উনি নিজেও ততদিনে এক দারুণ জনপ্রিয় লেখক। আমি যেহেতু দু' একটা গল্প লিখেছি দেশ পত্রিকায় সেই সুবাদে স্নেহবশত আমাকে ইনকাম ট্যাক্স বিল্ডিংয়ে অফিসে দেখা করতে বলল। গেলাম। সব বললাম। লালাদা শুনে করলেন কী সোজা ইনকাম ট্যাক্স কমিশনারের কাছে নিয়ে গেলেন। বললেন যে ওঁকে এক মাস সময় দেওয়া হোক। এই এক মাসের মধ্যে যে পুলিশ তাঁদের রিপোর্ট উইথড্র করে তাহলে তো সমরেশের চাকরি ফিরিয়ে দিতে অসুবিধে নেই। সব শুনেটুনে ওঁরা রাজি হল। তারপর এক মাসের মধ্যে পুলিশ রিপোর্ট উইথড্র করল আর আমিও চাকরিটা ফিরে পেলাম'।

এই ঘটনার পরপরই ধীরে ধীরে হৃদ্যতা বাড়ল এই দু'জনের। সেই শুরু। সামান্য থেমে 'অর্জুন'-এর লেখকের গলায় উঠে এল বুদ্ধদেব গুহর আরও নানান কথা। ' তখন আমি সাহিত্য আকাদেমি পেয়ে গেছি। এদিকে আমার সিনিয়র লেখকরা তখনও কেউ পাননি। সুনীলদা, শীর্ষেন্দুদা, বুদ্ধদেব গুহ কেউ নন। তা আমাকে উনিই প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন। দরাজ দিল তো। সঙ্গে আবার মজা করে বলছিলেন, 'কী সমরেশ এরমধ্যেই আকাদেমি পেয়ে গেলে। কই আমরা তো এখনও পাইনি!' এসব শুনে আমি তো অপ্রস্তুত। তা এরকমই ছিলেন আমার লালাদা। যা মনে আসত মুখের ওপর বলে দিতেন। রোজ আড্ডা হতো না ঠিকই তবে আত্মিক সম্পর্ক ছিল। 

আর মজা। ওরে বাবা! মজা করতে অসম্ভব ভালোবাসতেন। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। একবার দার্জিলিং থেকে ফিরছেন উনি। বৃষ্টির মধ্যে ওঁর জিপটা উল্টে গেল। অল্প চোট পেলেও তেমন ক্ষতি হয়নি। এবার এই ঘটনা নিয়ে একটি কলামে তিনি মজা করে লিখলেন, 'এটা ষড়যন্ত্র। আর এর পিছনে রয়েছে সমরেশ মজুমদারের হাত!' তারপর এটা ছাপাও হল কাগজে! ভাবতে পারছেন। আমি তখন এর বিন্দুবিসর্গ জানি না। এরপর ফোন পেতে শুরু করি। অজস্র লোক ফোন করে আমাকে এটা সেটা বলা শুরু করলেন। আমি তো শুনে হাঁ। কোথাও বেরোতে পর্যন্ত পারছি না লজ্জায়। কেউ কেউ ওঁর বিরুদ্ধে আমাকে উসকিয়েছিল। তবে আমি তাতে পা বাড়াইনি। তো আমি গিয়ে লালাদাকে জিজ্ঞেস করলাম এটা কী লিখেছ? প্রশ্ন শুনে শিশুর মতো দুষ্টু হেসে বলল, 'আরে একটু মজা করলাম আর কী!' শুনে হতভম্ব হয়ে আমিও একটু দুষ্টুমি করে বলেছিলাম, এটা মজা? এইজন্যই তুমি বড় লেখক হতে পারলে না। শুনে খুব মজা পেয়েছিলেন উনি।

প্রিয় লালাদার স্মৃতি রোমন্থন করতে করতে ফোনের ওপারে তখন বর্ষীয়ান লেখকের গলায় দুঃখ মেশানো হাসি। ফের বলে উঠলেন, 'আরও একটা বলি। একবার আমি, সুনীলদা আর লালাদা তিনজনে মিলে চা বাগানে গেছি। ওই ডুয়ার্স অঞ্চলে। দেদার খানাপিনা , আড্ডা চলছে। ধীরে ধীরে রাত বাড়ল। ওঠার সময় হয়ে এল। সন্ধ্যেবেলা চা বাগানে মাঝেমধ্যেই চিতাবাঘ বেরোয়। নানারকম বিপদ। ওমা, খেয়াল হতে দেখি লালাদা নেই। খোঁজ খোঁজ। কোনও পাত্তা নেই। এদিকে তখন চিন্তা শুরু হয়েছে আমাদের। সুনীলদাও খোঁজাখুঁজি করছেন। এমনা সময় চা বাগানের কুলি কামিনদের একটা বস্তি থেকে শুনি কে যেন টপ্পা গাইছে। গলাটা কেমন যেন চেনা চেনা। সন্দেহ হতেই এগিয়ে যাই। 

গিয়ে দেখি ঝুপড়ির মধ্যে টিমটিমে আলো জ্বলছে। আর পায়ের ওপর পা তুলে দরাজ গলায় গান ধরেছেন লালাদা। আর ওঁকে ঘিরে প্রায় হাতজোড় করে বসে রয়েছে কয়েকজন চা বাগানের নেপালি কর্মী, কুলিরা। দেখে তো আমি অবাক। বেশ জোরেই ডাক দিয়ে প্রায় হাত ধরে বললুম, কী করছেন আপনি! আর সবাই খুঁজে বেড়াচ্ছে আপনাকে। সুনীলদা পর্যন্ত টেনশনে মরে যাচ্ছে। সব শুনেটুনে আমাকে হেসে বললেন, ওহ! চলে এসেছ তুমি? এই একটু গান গাইতে ইচ্ছে করল, তাই গাইলাম। ওঁদেরও শোনালাম। তা কী এমন ক্ষতি করেছি বাপু?' আর আমি মনে মনে ভাবছি এদিকে শ্রোতারা বাংলা ভাষা বোঝে না। তা কে শোনে কার কথা। এই ছিল আমার লালাদা!' বলে হাসা শুরু করলেও মাঝপথে থেমে 'মাধবীলতা'-র স্রষ্টা আস্তে আস্তে বলে উঠলেন, 'এরকম কত স্মৃতি রয়েছে। বিশ্বাসই হয় না এই মানুষটাও চলে গেল চিরতরে। আর দেখতে পাব না কোনওদিন। ওঁর ভরাট গলায় হাসি শুনতে পারব না'। 'দৌড়'-এর লেখকের গলার স্বরে তখন শেষ বিকেলের আলোর মতো মনখারাপ চুঁইয়ে পড়ছে।

Latest News

কেমন হতে চলেছে ভবিষ্যতের কর্মক্ষেত্র? HR Conclave-এর আলোচনায় গুরুতর প্রসঙ্গ পুণের গণেশ মণ্ডপে কুকুর কোলে রবিনা, বাপ্পার আরতি করে সারমেয়র কপালে দিলেন টিকা OTT-র পর এবার বলিউড কাঁপাতে প্রস্তুত বাংলার ঋত্বিক, দেখা যাবে কোন ছবিতে? ‘তুমি ফের একই ভুল করছো…’, ধূমকেতু নিয়ে শুভশ্রীর টালবাহানা, সর্তক করেছিলেন দেব SSC দিতে এসে প্রতারণার শিকার উত্তরপ্রদেশের পরীক্ষার্থী, অচৈতন্য করে সর্বস্ব লুট জানেন 'নায়ক' ফ্লপ হয় বক্স অফিসে! অনিলের আগে অফার যায় ২ সুপারস্টারের কাছে কলকাতায় বাধ্যতামূলক বাংলা সাইনবোর্ড, সময়সীমা ৩০ সেপ্টেম্বর, জানিয়ে দিল পুরসভা BJP সাংসদদের ভিড়ে শেষ সারিতে বসে মোদী! রবি কিষাণ দেখালেন পদ্মশিবিরের 'শক্তি' সাপ্তাহিক রাশিফলে দেখে নিন ৭ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ কেমন কাটবে, রইল জ্যোতিষমত উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন ওয়েইসির

Latest entertainment News in Bangla

পুণের গণেশ মণ্ডপে কুকুর কোলে রবিনা, বাপ্পার আরতি করে সারমেয়র কপালে দিলেন টিকা OTT-র পর এবার বলিউড কাঁপাতে প্রস্তুত বাংলার ঋত্বিক, দেখা যাবে কোন ছবিতে? ‘তুমি ফের একই ভুল করছো…’, ধূমকেতু নিয়ে শুভশ্রীর টালবাহানা, সর্তক করেছিলেন দেব জানেন 'নায়ক' ফ্লপ হয় বক্স অফিসে! অনিলের আগে অফার যায় ২ সুপারস্টারের কাছে অসমবয়সী বন্ধুত্বের গল্পে বনি-দর্শনা! ‘কেয়ার অফ এ জার্নি’র ফার্স্ট লুক প্রকাশ্যে 'ঈশ্বর তোমাকে আমার জন্য...', মীরার জন্মদিনে ভালোবাসা উজাড় করে দিলেন শাহিদ চোখে রাগ, কপালে কাটা দাগ, এলোমেলো চুল হঠাৎ এই বেশে কেন ধরা দিলেন শুভশ্রী? স্কুলে রণবীরের সঙ্গে ফুটবল খেলতেন এই অভিনেতা, তারকা পুত্র কেমন ছাত্র ছিলেন? আদৌ কি আসব পুষ্পা ৩! আল্লুর সম্মতি নিয়ে কী জানালেন পরিচালক সুকুমার? 'ডাকসাইটে সুন্দরী...', কোন সহ-অভিনেত্রীর সঙ্গে পরিচয় করালেন শ্রীলেখা?

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.