বাংলা নিউজ > বায়োস্কোপ > Dona Ganguly: এবার সাইবার ক্রাইমের ফাঁদে ডোনা গঙ্গোপাধ্যায়, স্ত্রীর গুরুত্বপূর্ণ পোস্টে গিয়ে একী বললেন সৌরভ!
বিপাকে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। হ্যাকারদের কবলে ডোনার ফেসবুক প্রোফাইল। ইনস্টাগ্রাম প্রোফাইলে বৃহস্পতিবার রাতেই একথা সকলকে জানিয়েছেন নৃত্যশিল্পী। ডোনা গঙ্গোপাধ্যায় লেখেন, 'আমার ফেসবুক প্রোফাইল হ্য়াক করা হয়েছে, সতর্ক থাকুন।'
তবে স্ত্রী ডোনা এমন গুরুত্বপূর্ণ পোস্টের নিচেও কমেন্ট করতে গিয়ে মজা করতে ছাড়েননি সৌরভ। 'দাদা' লেখেন, ‘কিছুক্ষণের জন্য শান্তি।’ সৌরভের এই কমেন্ট দেখে না হেসে থাকতে পারেননি নেটপাড়া। তবে অনেকেই এবিষয়ে সৌরভকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আবার এধরনের অকারণ হেনস্থার কারণে কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন। আরও একটা পোস্টে ডোনা লেখেন, ‘এই পেজে আমার এখন প্রবেশের কোনও অ্যাকসেসই নেই।’
আরও পড়ুন-ভিন ধর্মে বিয়ে করেছেন, দেবলীনা কি মা হতে চলেছেন? হবু সন্তানের ধর্ম নিয়েও অশালীন আক্রমণ…