স্বামীর সঙ্গে বয়সের বিস্তর ফারাকের জন্য বিয়ের প্রথম দিন থেকেই উপহাসের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রী দোলন রায়কে। যদিও সেই সমস্ত উপহাসকে তিনি বিন্দুমাত্র পাত্তা দেননি কোনওদিন। তবুও আজও যদি কেউ অতিরিক্ত বয়সের ফারাকে বিয়ে করেন, তখনই উঠে আসে দীপঙ্কর এবং দোলন রায়ের কথা।
তবে শুধু বয়সের ফারাকের জন্য নয়, আরও একটি বিষয়ে এই দম্পতির নাম বারবার উঠে আসে সকলের মুখে, তা হল দুজনের মধ্যে অবাধ প্রেম। দীপঙ্করের প্রতি দোলনের যে প্রেম, তা সত্যি গভীর। শুধু এই ভালোবাসার হাত ধরেই পথ চলা শুরু করেছিলেন এই দম্পতি। সেই ভালোবাসার প্রতিচ্ছবি আরও একবার দেখতে পাওয়া গেল দীপঙ্করের জন্মদিনে।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
স্বামীকে ভালোবাসায় ভরিয়ে রাখতে স্বামীর জন্মদিনে একটি আদুরে পোস্ট করলেন দোলন। মোট দুটি ছবি পোস্ট করেছেন তিনি, যার মধ্যে একটিতে দীপঙ্করের সঙ্গে একটি সেলফি তুলতে দেখা যায় দোলনকে এবং দ্বিতীয়টিতে দেখা যায় একটি কেকের ছবি। ছবি দুটি পোস্ট করে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান দোলন।
দোলন লেখেন, ‘শুভ জন্মদিন টিটো। আমি আর যে কদিন বাঁচবো তোমার প্রতিটা জন্মদিন আমি যেন তোমার পাশে তোমার নিঃশ্বাসে বাচি এইভাবে। ঈশ্বরের কাছে এইটুকুই চাওয়া। আর কিছুই নয়। আই লাভ ইউ।’
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
দোলনের এই পোস্টে কমেন্ট করে বহু মানুষ দীপঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অভিনেতার সুস্থতা কামনাও করেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এইভাবে যেন একসঙ্গে আরও বহু বছর তারা কাটাতে পারেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করেছেন একাধিক ভক্ত।