দুর্গাপুজোর আগে মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে জলমগ্ন গোটা কলকাতা। বিশেষ করে যারা একতলায় থাকেন অথবা বেসমেন্টে রাখা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইক হোক অথবা বড় গাড়ি, জলের তলায় ডুবে গিয়েছে সবকিছুই। জলের তলায় অভিনেত্রী দোলন রায়ের গাড়িও।
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন দোলন। অভিনেত্রীর ভিডিয়ো দেখতে পাওয়া যায়, জলমগ্ন বেসমেন্টের মধ্যে ডুবে রয়েছে একাধিক গাড়ি। তার মধ্যেই নীল রঙের গাড়িটি অভিনেত্রীর। ভিডিয়ো করতে করতেই নায়িকা বলেন, ‘অনেক ক্ষতি হয়ে গেল। অনেক দামি দামি জিনিস ছিল। দোলনের পাশে দীপঙ্করের গলাও শুনতে পাওয়া যায়।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
কিন্তু ঠিক কী ক্ষতি হয়েছে অভিনেত্রীর? আনন্দবাজার ডটকমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দোলন বলেন, ‘প্রায় গোটা সংসার থাকে আমার গাড়িতে। সত্যি এখন মন খারাপ ছাড়া অন্য কিছু করার নেই। আমার মনে হয় না এই গাড়িটি হবে। জানি না কি করবো।’
দোলন আরও বলেন, ‘পাম্প দিয়ে জল কমানোর চেষ্টা করছে। কিন্তু মনে হয় না এখনই লাভ হবে। গাড়িতে বেশ কিছু কাগজপত্র রয়েছে। নিজের শাড়িও রয়েছে, যেগুলি শ্যুটিং করার সময় আমি ব্যবহার করি। এছাড়াও পুজোয় দেবো বলে বেশ কিছু উপহারও গাড়ির মধ্যে রয়ে গিয়েছে। এক রাতে এত কিছু হয়ে যাবে বুঝতে পারিনি।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, দোলনের পোস্ট করা ভিডিয়ো দেখে বেশ বোঝাই যাচ্ছে ঠিক কতটা সমস্যার মধ্যে রয়েছে কলকাতাবাসী। দোলনের ভিডিয়োও কমেন্ট করে জয়জিৎ লেখেন, ‘এ বাবা’। আয়েশাও কমেন্ট করে গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
দোলনের পোস্টে একজন কমেন্ট করে লেখেন, ‘ইনসোরেন্স আছে তো নাকি ফেল?’ অন্য একজন লেখেন, ‘মিউনিসিপ্যালিটির নামে কেস করুন। ক্ষতিপূরণ চান। মুম্বইয়ে অনেকেই করেছে। গাড়িতে জল ঢুকে গাড়ি নষ্ট হয়েছিল বলে মিউনিসিপ্যালিটির নামে কেস করেছিল এবং জিতেও গিয়েছিল।’