বাংলা নিউজ > বায়োস্কোপ > Divya Dutta: আগে ভারি স্তন নিয়ে কটাক্ষ করত, এখন আমিই উপরের বোতাম খুলে রাখি, বিস্ফোরক দাবি দিব্যার
পরবর্তী খবর
Divya Dutta: আগে ভারি স্তন নিয়ে কটাক্ষ করত, এখন আমিই উপরের বোতাম খুলে রাখি, বিস্ফোরক দাবি দিব্যার
1 মিনিটে পড়ুন Updated: 16 Aug 2023, 11:45 AM ISTTulika Samadder
তিনি বুঝতে শেখেন তাঁর শরীরই তাঁর সম্পদ। পুরুষদের চোখে তিনি ‘সেক্সি’। নারীদের চোখেও তাই। আর এটা মেনে নিতে কোনও লজ্জাই তাঁর নেই।
‘বীর জারা’ দিয়ে প্রথম প্রচারের আলোয় আসেন অভিনেত্রী দিব্যা দত্ত।
শাহরুখ খান এবং প্রীতি জিন্টা-র সিনেমা ‘বীর জারা’ দিয়ে প্রথম প্রচারের আলোয় আসেন দিব্যা দত্ত। এরপর ফারহান আখতারের সিনেমা ভাগ মিলখা ভাগে তার কাজও খুব প্রশংসিত হয়। সাম্প্রতিক সাক্ষাত্কারে, দিব্যাকে তাঁর কেরিয়ারের প্রথম দিকের কথা বলতে শোনা যায়। কীভাবে নিজের শরীরের কারণ অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হত তাঁকে। জানান যেহেতু তিনি তথাকথিত ‘রোগা-পাতলা’ নন তাই নায়িকা হিসেবে কাজ করার সুযোগ হয়নি কোনওদিনই।
দিব্যার কথায় তিনি ধীরে ধীরে বুঝতে শেখেন কোনটা প্রাধান্য দিতে হবে। তিনি বুঝতে শেখেন তাঁর শরীরই তাঁর সম্পদ। পুরুষদের চোখে তিনি ‘সেক্সি’। নারীদের চোখেও তাই। তাই কেরিয়ারের শুরুর দিকে যে ‘বাস্টি’ বলা হত, সেটাকেই নিজের ইতিবাচক দিক বানিয়ে দেন। টপের উপরের বোতাম খুলে রাখা শুরু করেন। মনে মনে ভেবে নেন, ‘কেন নয়! এটাই আমার সম্পদ। আমার নিজের থাকা সবকিছুকেই আমি আমার সম্পদ বলে মনে করি। পুরুষরা আমাকে সেক্সি ভাবেন। মহিলারারাও।’। আরও পড়ুন: ‘জুতো পরে পতাকা তোলায় নেই কোনও ভুল’, দাবি শিল্পার! নেটপাড়ায় ট্রোলের বন্যা