আদর করে দিতিপ্রিয়ার মা তাঁকে ডাকে ঋভুবাবু নামে। প্রেমিকের পরিচয় নিয়ে এতদিন কম লুকোচুরি করেননি দিতিপ্রিয়া রায়। তবে অবশেষে সামনে এল দিতিপ্রিয়ার মনের মানুষের পরিচয়। খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন দিতিপ্রিয়া। অনুরাগের ছোঁয়া-র রূপা হিসাবে দর্শক দেখবে তাঁকে। তার ঠিক আগেই রানিমার জীবনের মিস্ট্রিম্যানের গোপন পরিচয় হল ফাঁস।
এর আগে সোশ্য়াল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে বেশকিছু ছবিও পোস্ট করেছেন, তখনও প্রেমিকের টি-শার্ট গায়ে জড়িয়ে পোজ দিয়েছেন। গঙ্গার ঘাটে চায়ের পেয়ালা হাতে একসঙ্গে ধরা দিয়েছেন, কিন্তু প্রেমিকের মুখ দেখাননি। তবে ইন্ডাস্ট্রি সূত্রের খবর, তরুণ ফুটবলারকেই মন দিয়েছেন দিতিপ্রিয়া।
দিতিপ্রিয়াকে এর আগে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর প্রেমিক বিনোদন জগতের মানুষ নন। কাজের সূত্রে আপতত চেন্নাইতে থাকেন। তবে বাঙালি। এবার জেনে নিন কে তিনি! চেন্নাইয়িন এফসির বাঙালি ফুটবলার শমীক মিত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের তরফে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, ‘এই নিয়ে আমি আপতত কিছু বলতে চাই না’। জল্পনা জিইয়ে রাখলেন রাখলেন রানিমা। তবে খবর অস্বীকারও করেননি তিনি।
চেন্নাইয়িন এফসির গোলকিপার শমীক। শিলিগুড়ির ছেলে। ২৩ বছরের শমীক ২০২০ সালে ইন্ডিয়ান অ্যারোজ থেকে মেরিনা মাচানসে যোগ দিয়েছিলেন। পরে চেন্নাইয়িন এফসি-র অংশ হন। আপতত ২০২৭ সাল পর্যন্ত দক্ষিণের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।
কমন ফ্রেন্ডের মাধ্যমেই আলাপ দুজনের। প্র্যাক্টিসে ব্যস্ত থাকায় চলতি মাসের গোড়ায় দিতিপ্রিয়ার জন্মদিনে হাজির থাকতে পারেননি, তবে সারপ্রাইজ গিফট দিতেও ভোলেননি শমীক। দিতিপ্রিয়াকে অবশ্য মাঝেমধ্যেই চমকে দেন প্রেমিক। শুক্রবারও আদুরে উপহার পাঠিয়েছেন প্রেমিকাকে।
কেন শমীককেই ভালোবাসলেন দিতিপ্রিয়া? অভিনেত্রী চলতি মাসের গোড়ায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাহ্যিক সৌন্দর্য নয় বংর মানুষ দিতিপ্রিয়াকে ভালোবাসেছে প্রেমিক। সেই কারণেই তাঁদের সম্পর্ক এত গভীর। সঙ্গে যোগ করেন, ‘ছেলেরা তো সহজে সব কথা বলে না। তবে ও আমাকে ছোট-বড় ওর জীবনের সব কথা বলে। আমার মধ্যে ও যে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে, সেটাই আমার বড় প্রাপ্তি’।
রানিমার প্রেমিক কিন্তু রীতিমতো হ্যান্ডসাম। ফুটবলারের সঙ্গে প্রেমের গল্প অবশ্য টলিপাড়ায় নতুন নয়। এই মুহূর্তে গীতশ্রী রায়ও ফুটবলার প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের প্রেম অবশ্য খুল্লমখুল্লা। দিতিপ্রিয়াকে শেষ দেখা গিয়েছে রাজনীতি ২-তে। সদ্য পাটালীগঞ্জের পুতুলখেলার শ্যুটিং শেষ করেছেন দিতিপ্রিয়া। তবে করুণাময়ী রানি রাসমনির পর আবারও মেগা সিরিয়ালে দিতিপ্রিয়াকে দেখতে উত্তেজিত ভক্তরা।