চলতি বছরের জুলাই মাসে বললি অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধচার্যের সমালোচনা করায় খবরের শিরোনামে এসেছিলেন। কিন্তু অনেকেই ভেবেছিলেন খুশবু হয়তো প্রেমানন্দ জি মহারাজকে নিয়ে কটাক্ষ করেছেন, খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে তৈরি হয়ে যায় বিতর্ক।
খুশবুর পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে তৈরি হয় বিতর্ক। এরপরেই দিশা পাটানির বাইরে গুলি চালানোর ঘটনা প্রকাশে আসে। আধ্যাত্মিক গুরুজিকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার প্রতিশোধ নেওয়ার জন্যই এই হামলা হয়েছে বলে জানা গিয়েছে। হামলার দায়ভার নিয়েছেন দুই ব্যক্তি, যারা স্পষ্ট জানিয়েছেন প্রেমানন্দ জি মহারাজকে কটাক্ষ করার জন্যই এই হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
যারা হামলা চালিয়েছে, তাঁরা প্রকাশ্যে ফেসবুক পোস্টে হামলার দায় স্বীকার করে লেখেন, ‘আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে (ভিলা নম্বর ৪০, সিভিল লাইনস, বরেলি, ইউপি) যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য জি মহারাজ) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না।'
পোস্টে আরও লেখে ছিল, 'এটা কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনও অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না। এই বার্তা শুধু তাঁর জন্য নয়, চলচ্চিত্র জগতের সকল শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের ধর্ম রক্ষায় যদি যে কোনও পর্যায়ে যেতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। আমরা কখনো পিছু হটবো না। আমাদের কাছে ধর্ম ও সমগ্র সমাজ সবসময়ই এক; তাদের রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য'।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?