কিছুদিন আগেই জি ফাইভের তরফে তাদের নতুন শো গ্রাম চিকিৎসালয়ের ট্রেলার প্রকাশ্যে এসেছে। বিনয় পাঠক, অমল পরাশর অভিনীত এই সিরিজের ট্রেলার দর্শকদের থেকে প্রশংসা পেতেই চমপ্রদ তথ্য প্রকাশ্যে এল। পরিচালক অনিন্দ্য বিকাশ দত্ত দাবি করেছেন এই সিরিজের মূল গল্প, এমনকি চরিত্ররা তাঁর একটি স্ক্রিপ্ট থেকে 'চুরি' করা হয়েছে। ঠিক কী জানিয়েছেন তিনি আর?
আরও পড়ুন: ৩ কোটির দোরগোড়ায় সৃজিতের কিলবিল সোসাইটি, বক্স অফিসে কী হাল মিঠুন-অঞ্জনার শ্রীমান ভার্সেস শ্রীমতীর?
আরও পড়ুন: অভিমান থেকে সংঘাত! তর্ক-বিতর্কের মাঝেই আহত অপর্ণা, এবার কি করবে আর্য?
কী ঘটেছে?
এদিন অনিন্দ্য বিকাশ দত্ত সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ স্ক্রিনশট পোস্ট করেন। জানান গ্রাম চিকিৎসালয় সিরিজের মূল গল্প তাঁর স্ক্রিপ্ট কোয়াক শঙ্করের থেকে 'টোকা' হয়েছে। অনিন্দ্য এও জানান, তিনি প্রথমে তাঁর সিরিজের খলনায়কের জন্য বিনয় পাঠকের কাছে গিয়েছিলেন। তাঁকে অফার করেছিলেন এই চরিত্র। কিন্তু তিনি ফিরিয়ে দেন। জানান তিনি নায়কের চরিত্র করতে চান। ফলে সেটা বাস্তবায়িত হয়নি। কিন্তু সম্প্রতি গ্রাম চিকিৎসালয় সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতে অনিন্দ্য দেখেন সেই সিরিজের গল্পের সঙ্গে তাঁর স্ক্রিপ্টের দারুণ মিল, আর এই সিরিজে মুখ্য ভূমিকায় আছেন বিনয় পাঠকই।
তিনি এদিন গোটা বিষয়টা একাধিক স্ক্রিনশট সহ পোস্ট করে লেখেন, 'আমি এখন লেখক, চিত্র নির্মাতা। কপিরাইট নিয়ম ভাঙার একটা ঘটনা ঘটেছে আমার রেজিস্টার্ড একটি স্ক্রিনপ্লে কোয়াক শঙ্করের সঙ্গে। আমি এটা প্রকাশ্যে এনে সকলের থেকে প্রতিক্রিয়া চাইছি। ২০২১ সালের জানুয়ারি মাসে আমি উক্ত স্ক্রিপ্টটি জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠককে পাঠাই, আশা করেছিলাম ওঁকে একটি মুখ্য ভূমিকায় পাব। আমরা ওঁকে মুখ্য নেতিবাচক চরিত্রে ভেবেছিলাম। ভেবেছিলাম উনি রাজি হলে ওঁর সঙ্গে কথা বলেই সেই চরিত্রটি আরও ঠিকঠাক ভাবে নির্মাণ করব। কিন্তু কথাবার্তা আর এগোয়নি। এই প্রজেক্টে ওঁকে আর পাইনি। কিন্তু অ্যামাজন প্রাইমের আগামী শোয়ের ট্রেলার দেখে বুঝলাম আমার গল্পের মূল গল্প এবং চরিত্রদের টুকে নিয়ে ব্যবহার করা হয়েছে এই শো, গ্রাম চিকিৎসালয় -এ। আর চমক হিসেবে এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন বিনয় পাঠক।'
তিনি এদিন তাঁর পোস্টে দাবি করেন এতে তাঁর এত কষ্ট করে, ভালোবেসে, সময় দিয়ে বানানো প্রজেক্ট যা তিনি গত ৫ বছর ধরে বানিয়েছেন সেটার সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে এই প্ল্যাজারিজমের জন্য। তিনি এটিকে অনৈতিক এবং বেআইনি বলেও দাবি করেন।
আরও পড়ুন: ‘নিজের বাড়িতে নিজেই মজার পাত্র’, বাবা বকলে পাত্তা দেন না সুহানা-আরিয়ান! শাহরুখ গলায় অভিযোগের সুর?
প্রসঙ্গত এদিন অনিন্দ্যকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকেই। সুদেষ্ণা রায়, সুব্রত সেন সহ টলিউডের একাধিক প্রখ্যাত পরিচালকরা জানিয়েছেন তাঁরা অনিন্দ্যর পাশে আছেন এই ঘটনায়।