
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ছোট পর্দা থেকে আজকাল বহু তারকাই পা রাখছেন ওয়েব দুনিয়াতে। সেই তালিকায় রয়েছেন স্বীকৃতি মজুমদার, সৌমিতৃষা কুণ্ডু, আর এবার যোগ হল আরও একটা নাম. আর তা হল দীপান্বিতা রক্ষিত। ওটিটি প্ল্য়াটফর্ম ক্লিকে আসছে দিপান্বীতার নতুন সিরিজ মরীচিকা। এই সিরিজে আরও দেখতে পাওয়া যাবে জয় সেনগুপ্ত, সুব্রত গুহ রায়, এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়দের। প্রযোজনায় সুমন গুহর 'রোড এন্টারটেনমেন্ট'। কাহিনি সুব্রত গুহ রায়। পরিচালনায় সুব্রত আর।
ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজি প্রফেসর,পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকেন। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে অনি আঙ্কেলের বাড়ি। তিন্নিকে ভীষণ ভালোবাসে অনির্বাণ, পুতুল বানিয়ে দেয়, চকোলেট দেয়, ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চ এর অফিসার রজত প্রবেশ করে, কারণ জঙ্গলের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গেছে। খালি চোখে দেখলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু পোস্টমর্টেম অন্য কথা বলে। এটি মোটেও কোনো দুর্ঘটনা নয়, বরং খুন। আর তার তদন্ত করতেই, রজতের সেই বাড়িতে আসা।
আরও পড়ুন: সাদা টপ থেকে উঁকি বেবিবাম্প, শ্বশুর-শাশুড়ি নিয়ে বড়দিন পালন, জানেন কি কত বছর বয়সে মা হবেন রূপসা
এরপরই রহস্যের জট পাকায়। বিশেষ করে যখন রজত তিন্নির বাড়িতে গিয়ে জানতে পারে, তিন্নি নাকি অনি আঙ্কেলের রেফ্রিজারেটরে একটা কাটা কান দেখতে পেয়েছে। তিন্নিকে একটা পুতুল বানিয়ে দেবে বলে অনির্বাণ সিলিকনের তৈরি হিউম্যান বডি পার্টস কিনে এনেছে। রজতের সন্দেহ দৃঢ় হতে থাকে। রজত পুতুল টা দেখতে চায়, তিন্নি পুতুলটা রজতের কাছে আনতেই রজত পুতুলের একটা কান ছিঁড়ে সেটা ফরেন্সিকে পাঠায়।
গল্পই বলে দিচ্ছে, টানটান উত্তেজনা থাকবে মরিচীকার পরতে পরতে। নিজের ওয়েব ডেবিউ নিয়ে দীপান্বিতা জানান, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই গুরুত্বপূর্ণ গল্পের মাধ্যমে ডেবিউকরছি। মরীচিকার গল্পে অনেকগুলি স্তর রয়েছে।’
আরও পড়ুন: বউ হিসেবে একসময় নিজেকে শূন্য দেন! তবে রান্নায় কিন্তু পারদর্শী, দারুণ বানান এই বড়দিন স্পেশাল খাবার
ক্লিকের ডিরেক্টর নীরজ তাঁতিয়া জানালেন, ‘নতুন বছরে আমরা দর্শককে বেশ কয়েকটি মনোমুগ্ধকর থ্রিলার উপহার দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। বরাবরই থ্রিলার আমাদের বেশ কয়েকটি সিরিজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতিটি গল্পের মাধ্যমে আমরা গল্প বলার ধরণকে আলাদা ভাবে তৈরি করেছি। সাধারণ ইনডোর থ্রিলার থেকে বেরিয়ে গল্পগুলিকে একটি নতুন ক্যানভাসে নিয়ে গিয়েছি।’
উত্তরবঙ্গের পাহাড়ে হয়েছে মরীচিকার শ্যুট।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports