রবিবার রণবীর সিংয়ের জন্মদিন। ৪০-এ পা দিলেন অভিনেতা। তবে জন্মদিনের আগের রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সব পোস্ট ডিলিট করে দিয়েছিলেন নায়ক। আর তারপরই জন্মদিনে দিলেন বড় চমক। তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম লুক প্রকাশ্যে আনলেন। ভিডিয়োটিতে তাঁকে একদম অন্য অবতারে দেখা গিয়েছে। এই লুক দেখে তাঁর ভক্তরাও রীতিমতো অবাক।
'ধুরন্ধর'-এর ফার্স্ট লুক
রবিবার রণবীর তাঁর ইনস্টাগ্রামে ছবিটির প্রথম লুকের ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা নরক উঠবে (আগুনের ইমোজি)। ‘দ্য আননোন ম্যান’-এর আসল গল্প সামনে আসবে।'
আরও পড়ুন: কৃষভিকে ছাড়াই টোটোয় চেপে শ্রীময়ীর সঙ্গে রথের মেলায় কাঞ্চন! তাঁরা কী কী খেলেন?
ভিডিয়োটি শুরুতে দেখা যায় রণবীর একটি আলো আঁধারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেখানে আবহে ভেসে আসছে তাঁর কন্ঠস্বর। তারপরই ভয়ঙ্কর অবতারে হাজির হন নায়ক। তাঁর রক্তাক্ত মুখ, লম্বা চুল এবং গাল ভর্তি লম্বা দাড়ি। তাঁকে সিগারেট ধরাতে দেখা যায়। ভিডিয়োটিতে দারুণ অ্যাকশন এবং রণবীরের চরিত্রটিকে নানা অ্যাকশনের দৃশ্য দেখা গিয়েছে। ছবিতে অক্ষয় খান্না এবং সঞ্জয় দত্তকেও অ্যাকশন-প্যাকড অবতারে দেখা যাবে।
ভিডিয়োটিতে রণবীরের প্রথম লুক দেখে ভক্তরা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন ভক্ত কমেন্ট করেছেন, ‘অবশেষে তাঁর কামব্যাক হবে।’ আর একজন লেখেন, ‘এটা আগুন।’ আরও অনেক ভক্ত ছবিটির সুর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বড় পর্দায় ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী! জানেন মা তারা-র ভূমিকায় কাকে দেখা যাবে?
এদিন ছবিটির মুক্তির তারিখও নির্মাতাররা জানিয়েছেন। চলতি বছরের ৫ ডিসেম্বর ছবি মুক্তি পেতে চলেছে। অর্থাৎ ছবিটি প্রভাসের 'দ্য রাজাসাব'-এর সঙ্গে একই সঙ্গে রিলিজ হবে।