২৭ অগস্ট সারা দেশে জুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী। বিশেষ করে মুম্বইতে গণেশ উৎসব দারুণ জাঁকজমকের সঙ্গে পালিত হয়। কিন্তু টলিউডও এক্ষেত্রে পিছিয়ে নেই। দেব থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাশগুপ্ত-সহ আরও অনেকেই এদিন গণপতির আরাধনায় মেতে উঠেছিলেন। তাছাড়াও অভিনেত্রী শ্রেয়া পান্ডের বাড়িতেো গণেশ পুজো দারুণ ধুমধাম করে পালন করা হয়। সেখানে একাধিক টলি সেলেব যোগ দেন। এবারও তার ব্যতিক্রম নয়। শ্রেয়ার বাড়ির গণেশ পুজোয় এবার দেখা মিলল দেব-শুভশ্রীরও।
আরও পড়ুন: নুসরতকে ছাড়াই গণেশ চতুর্থী পালন যশের! দেব থেকে শুভশ্রী-সহ টলি সেলেবদের গণেশ উৎসবের নানা মুহূর্ত
'ধূমকেতু' ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে ম্যাজিক দেখিয়েছে ‘দেশু’ জুটি। কিন্তু শুধু কী তাই। এই ছবির হাত ধরে তাঁদের মধ্যে জমে থাকা ১০ বছরের বরফ গলেছে। 'ধূমকেতু' সূত্রেই ফের এক হয়েছেন তাঁরা। তারপর বাকিটা তো ইতিহাস। কখনও 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চের মঞ্চে একসঙ্গে নজর কেড়েছেন দেব-শুভশ্রী। আবার কখন নৈহাটির বড়মায়ের মন্দিরে রংমিলান্তিতে ধরা দিয়েছেন তাঁরা। পাশাপাশি বসে দেবীর পুজোও দিয়েছেন। আর এবার শ্রেয়া পান্ডের বাড়িতেও দেখা মিলল দেব-শুভশ্রীর।
আরও পড়ুন: আয়ের ভিত্তিতে এগিয়ে কে, ‘কুলি’ না ‘ওয়ার ২’? বক্স অফিসে জোর টক্কর রজনীকান্ত ও হৃতিকের
কিন্তু কী ভাবছেন তাঁরা একসঙ্গে ফের এসেছিলেন? না না তা নয়। আলাদা আলাদা এসেছিলেন তাঁরা। টলিউড অনলাইন নামে একটি পাপারাৎজি সংবাদ সংস্থার শেয়ার করা কিছু ভিডিয়োয় দেব, শুভশ্রীর দেখা মেলে। এদিন শুভশ্রী নিজে হাতে গণপতিকে মালা পরিয়ে দেন। তারপর হাত জোর করে প্রণামও করেন। পাশাপাশি ভক্তদের অনুরোধে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন। অফ হোয়াইটের উপর সোনালি জড়ির কাজ করা একটি শাড়ি পরে তিনি হাজির হয়েছিলেন।