
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভ্যালেন্টাইন্স ডে তথা সরস্বতী পুজোর দিনই শুভ মহরত অনুষ্ঠিত হয় দেবের আগামী ছবি খাদানের। সেদিন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন এই ছবির একাধিক কলাকুশলীরা যেমন ইধিকা পল, স্নেহা বসু, প্রমুখকে। এবার শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হল এই ছবির শুটিং।
১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হল খাদান ছবিটির শুটিং। জানা গিয়েছে এই ছবির শিডিউল বেশ লম্বা। কলকাতা তো বটেই, এছাড়াও রানিগঞ্জের একাধিক খনি অঞ্চলে চলবে এই ছবির শুটিং। খাদান ছবির গল্পে উঠে আসবে কয়লা খনি অঞ্চলের যাঁরা শ্রমিক আছেন তাঁদের জীবন, সেখানকার রাজনীতি সহ নানা বিষয়। শ্যাম মাহাতো এবং মোহন দাসের গল্প মূলত উঠে আসবে এই ছবিতে। ধরা পড়বে তাঁদের বন্ধুত্বের কথা।
আরও পড়ুন: 'বাবার ধারে কাছেও যাননি', দিল চাহতা হ্যায়র সইফের আইকনিক সিনের নকল সারার, কী বলছে নেটপাড়া?
এখানে মোহন দাসের চরিত্রে অভিনয় করবেন যিশু। তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী। কীর্তন গাইতেন একটি সময়। তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন স্নেহা বসু। অন্যদিকে পুরুলিয়ার বাসিন্দা শ্যাম মাহাতো এই কয়লা খনি অঞ্চলে কাজের সন্ধানে আসে। তারপর তাঁদের সম্পর্ক, সেই সম্পর্কের উত্থান পতন সহ সবটাই উঠে আসবে এই ছবিতে। এখানে শ্যাম মাহাতো অর্থাৎ দেবের স্ত্রীর চরিত্রে থাকবেন বরখা বিস্ত সেনগুপ্ত।
ইধিকা পলকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। থাকবেন অনির্বাণ চক্রবর্তীও। প্রসঙ্গত জুলফিকারের পর এই ছবিতে ফের একসঙ্গে যিশু এবং দেবকে দেখা যাবে। সেখানে তাঁরা দুটো বিশেষ চরিত্রে অভিনয় করলেও এখানে তাঁরাই মূল চরিত্র।
আরও পড়ুন: ভুল ভুলাইয়া ৩ এর শুট শুরুর আগেই বিপত্তি! পা ভাঙল পরিচালকের, সার্জারি পর কেমন আছেন?
আরও পড়ুন: 'কখনও বড়সড় ঝামেলা হয়নি', ডিভোর্সের তিন বছর পার, তবুও আমিরের উপর কী কী প্রভাব আছে কিরণের?
খাদান ছবিটির পরিচালনা করছেন সুজিত দত্ত। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং সুরিন্দর ফিল্ম। তবে এই ছবিটি কবে মুক্তি পাবে এখনই জানা যায়নি।
দেব সদ্যই টেক্কা ছবিটির শুটিং শেষ করলেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি চলতি বছর পুজোয় মুক্তি পাবে। এখানে তিনি ছাড়াও আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, রুক্মিণী মৈত্র, সৃজা দত্ত, প্রমুখ। এছাড়া অভিজিৎ সেনের সঙ্গে দেবের ছবি তো বড়দিনে আসছেই। এখন দেখার পালা এটাই যে খাদান কবে মুক্তি পায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports