দেবের হ্যাট্রিক! তৃতীয়বারের জন্য ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হলেন তিনি। তবে এবার তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বীর ব্যবধান আরও বেড়েছে। আগেরবারের তুলনায় প্রায় পৌনে এক লাখ ভোটের মার্জিনে জিতেছেন তিনি। প্রথম থেকেই তাঁর এবং হিরণ চট্টোপাধ্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে গোটা রাজ্য। তবে শেষ পর্যন্ত জয়ী হলেন দেবই। আর তারপরই দিলেন প্রতিশ্রুতি।
ভোটে জিতে কী বললেন দেব?
৪ জুন ভোট গণনার শুরু থেকেই কখনও দেব এগোচ্ছিলেন কখনও আবার হিরণ। কিন্তু শেষ পর্যন্ত তিনি হিরণ চট্টোপাধ্যায়কে ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটে পরাজিত করলেন। এবার তিনি আগের বারের তুলনায় প্রায় ৭৫ হাজার বেশি ভোট পেয়েছেন। পঞ্চম রাউন্ডের পর থেকে দ্রুত গতিতে এগিয়ে যান দেব। ভোটে জিতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি। এবং তারপর জয়ের শংসাপত্র হাতে পাওয়ার পর তিনি মনে করিয়ে দিলেন তাঁর পুরনো প্রতিশ্রুতি।
এবার যখন তিনি মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলে। তখনই তিনি জানিয়েছিলেন যে তিনি এবার যত ভোট পাবেন তত গাছ লাগাবেন ঘাটালে। সেই কথা মনে করিয়ে তিনি এদিন বলেন 'আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব।' তিনি এদিন আরও জানান ঘাটাল মাস্টারপ্ল্যান তাঁর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলেও, এবার তিনি ভোটের প্রচারে বেরিয়ে একাধিক সমস্যা দেখেছেন যে তিনি নোট করে রেখেছেন। সেগুলোও তিনি ধীরে ধীরে সমাধান করবেন।
আরও পড়ুন: ভোটের ফলাফল আগেই ভাইরাল শিলাজিতের ভিডিয়ো, দেবের প্রশংসায় বলেছিলেন, 'এরম রাজনীতিক আরও প্রয়োজন...'
হিরণকে নিয়ে কী বললেন দেব?
দেব এদিন হিরণকে নিয়েও কথা বলেন জয়ের পর। জানান, 'হিরণ বাবু গত তিন মাস আমায় ঠেস দিয়ে অনেক কথা বলেছেন অসংখ্য মিথ্যে, কুকথা ছড়িয়েছেন। কী লাভ হল ওঁর? আমি কোনও পাল্টা মন্তব্য করিনি। আমি বরাবর মানুষের ভালোবাসায় বিশ্বাসী। আমি দেখিয়ে দিলাম কাউকে খারাপ কথা না বলেও জেতা যায়।'