Dev Holi: রঙিন পরচুল পরে বাবা-মায়ের সঙ্গে রং খেলে রীতিমতো 'ভূত' দেব! রুক্মিণীও ছিলেন নাকি?
Updated: 14 Mar 2025, 04:13 PM IST Subhasmita Kanji 14 Mar 2025 dev, holi, rukmini maitra, রুক্মিণী, রুক্মিণী মৈত্র, দেব, দেবের, দেবকে, হোলি, দোল, রংDev Holi: আজ রঙের দিন। রঙিন হওয়ার দিন। কোথাও সাড়ম্বরে দোল পালিত হচ্ছে, তো কোথাও আবার হোলি। নাম যাই হোক না কেন, এই রঙের উৎসবে পরিবারকে নিয়ে সামিল হলেন দেবও। বাবা মায়ের সঙ্গে চুটিয়ে রং খেললেন। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই ছবি।
পরবর্তী ফটো গ্যালারি