চলতি বছরে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছেড়ে যখন দীপিকা পাড়ুকোন বেরিয়ে এসেছিলেন, তখন অনেকেই অভিনেত্রীকে ‘অপেশাদার’ বলে অভিহিত করেছিলেন। অনেকে আবার বলেছিলেন, একজন মায়ের পক্ষে ৮ ঘণ্টার বেশি কাজ করা সম্ভব নয়। এই তর্ক-বিতর্কের মধ্যেই যখন আবার ‘কল্কি ২’ ছেড়ে দীপিকার বেরিয়ে আসার খবর শুনতে পাওয়া যায়, তখন আবারও সেই ৮ ঘণ্টার প্রসঙ্গ উঠে আসে।
গতকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ‘কল্কি’ ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়, ‘কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েল’ ছবিতে থাকবেন না দীপিকা। একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে একসঙ্গে কাজ করা সম্ভব হয়ে উঠছে না। কল্কির মতো সিনেমায় কাজ করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। ওঁর আগামী দিনের জন্য শুভকামনা জানাই।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
এই পোস্ট প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। তবে এবার যা জানতে পারা গেল, তা সত্যি ভয়ঙ্কর। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, দীপিকাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়নি বরং দীপিকা নিজেই এই ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু কেন? কোন কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি?
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, প্রথম পর্যায়ের আলোচনায় ঠিক করা হয়েছিল দীপিকাকে নিয়েই গল্প এগোবে দ্বিতীয় পর্যায়ে। পরবর্তীকালে নির্মাতারা অভিনেত্রীকে জানিয়েছিলেন, চিত্রনাট্য কিছু বদল করা হচ্ছে। চিত্রনাট্যের বদল অনুযায়ী দীপিকার স্ক্রিন টাইম অনেক কমে গিয়েছে। একজন মুখ্য চরিত্রে অভিনয় করার বদলে দীপিকাকে দেখতে পাওয়া যাবে ক্যামিও চরিত্রে।
নির্মাতাদের তরফ থেকে এই কথা শোনার পরেই হতাশ হয়ে পড়েন দীপিকা। ‘কল্কি’ ছবির অসাধারণ সাফল্যের পর এই দ্বিতীয় পর্ব নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন দীপিকা নিজেও। দর্শকরাও মুখিয়ে ছিলেন দীপিকার সেই অভিনয় দেখার জন্য। খুব স্বাভাবিকভাবেই তাঁর স্ক্রিন টাইম কমে যাওয়ায় তিনি ছবি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। তবে দীপিকার পরিবর্তে কাকে দেখা যাবে, সেটা এখনও জানা যায়নি।