গণেশ চতুর্থী উৎসবের কয়েকদিন পরে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মুম্বইয়ের বাইরে পাড়ি জমালেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মুম্বাই বিমানবন্দরের বেশ কিছু ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়েছে। দীপিকা পাড়ুকোন লুই ভুইতোঁ-র একটি অনুষ্ঠানে যোগ দিতে ভারতের বাইরে গেলেন। ইনস্টাগ্রামে পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দীপিকা তাঁর গাড়িতে বিমানবন্দরের সামনে এসে নামলেন। বিমানবন্দরের টার্মিনাল ভবনে প্রবেশ করার আগে, দীপিকা পাপারাজ্জিদের দিকে ফিরে তাকিয়ে হাসলেন। যাওয়ার আগে তিনি ‘ধন্যবাদ’ জানাতেও ভুললেন না।
এদিন দীপিকাকে দেখা গেল লাল সোয়েটার, ডেনিম ও বাদামি রঙের বুটে। চুল বান করে বাঁধা। আর সঙ্গে কালো সানগ্লাস। সঙ্গে শোল্ডার ব্যাগ।
ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নানা মুনির নানা মত। একজন লিখলেন, ‘সবেতেই পাবলিসিটি। কদিন আগে ৮ ঘণ্টার বেশি কাজ করবে না বলে কত ঢঙ। আর এখন মেয়ে রেখেই বিদেশে?’ আরেকজন লিখলেন, ‘দুয়া কোথায়?’ তৃতীয়জনের মন্তব্য, ‘যেন রানি! কী সুন্দর লাগছে দেখতে।’
২০২৪ সালে মেয়ে দুয়ার জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তারপর থেকে সেভাবে নতুন কাজ এখনও নেননি হাতে। চলতি মাসের ৮ সেপ্টেম্বর ১ বছর পূর্ণ হবে দুয়ার। মেয়ের আংশিক ছবি শেয়ার করলেও, এখনও সন্তানের মুখ দেখাননি দীপিকা ও রণবীর।
অভিনেত্রী ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে, কাজের পাশাপাশি, দীপিকা এখন সন্তানকে বড় করার দিকেই বেশি মনযোগী। এমনকী, কদিন আগে তাঁর ৮ ঘণ্টা কাজের শর্ত বেশ ঝড় তুলে দিয়েছিল বলিউডে। অ্যানিম্যাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবির কাজ ছেড়েছিলেন, কারণ তিনি ৮ ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন এই মুহূর্তে। এমনকী, বহুবছর আগে ঘোষিত ইন্টার্ন সিনেমাটি থেকেও সরে দাঁড়ালেন। যাতে একসময় ঋষি কাপুরের সঙ্গে কাজের কথা ছিল দীপিকার। আর ঋষি কাপুর মারা যাওয়ার পর, অনবোর্ডহন অমিতাভ। তবে এখন খবর, অভিনেত্রী হিসেবে ইন্ডার্নে থাকছেন না দুয়ার মা আর। তবে ছবিটির প্রযোজনা করবেন।
যদিও দীপিকাকে খুব জলদিই দেখতে পারবেন দর্শকরা। শাহরুখ খানের কিং সিনেমায় থাকছেন তিনি। যা দিয়ে বড় পর্দায় ডেবিউ হচ্ছে সুহানা খানের।