বাংলা নিউজ > বায়োস্কোপ > Dawshom Awbotaar Song: বদলে যাওয়া-না পাওয়ার আক্ষেপের সুর দশম অবতারের নতুন গানে, মুক্তি পেল 'আমি সেই মানুষটা আর নেই'
পরবর্তী খবর
Dawshom Awbotaar Song: বদলে যাওয়া-না পাওয়ার আক্ষেপের সুর দশম অবতারের নতুন গানে, মুক্তি পেল 'আমি সেই মানুষটা আর নেই'
1 মিনিটে পড়ুন Updated: 01 Oct 2023, 09:14 AM ISTSubhasmita Kanji
Dawshom Awbotaar First Song: মুক্তি পেল দশম অবতার-এর প্রথম গান আমি সেই মানুষটা আর নেই। অনুপম রায়ের গাওয়া এই গানটি মেটাফরে ভর্তি।
বদলে যাওয়া-না পাওয়ার আক্ষেপের সুর দশম অবতারের নতুন গান
মাস শেষ হওয়ার আগেই চমক দিল টিম দশম অবতার। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পোস্টার বয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন প্রকাশ্যে আনল এই ছবির প্রথম গান আমি সেই মানুষটা আর নেই। গানটিই গেয়েছেন অনুপম রায়।
দশম অবতার-এর নতুন গান মুক্তি পেল
আমি আর সেই মানুষটা নেই গানটিতে ঘুরে ফিরে এসেছে অনুভূতির মৃত্যু থেকে, মানব দেহের মনের পরিবর্তন, মৃত্যু। আর কোথাও গিয়ে সবটাই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আলাদা করার যেন বিন্দুমাত্র জো নেই। গানের কথায় বারবার উঠে এসছে নেমেসিস শব্দটিও। অনুপমের কণ্ঠ যেন সবটা মিলিয়ে গানটিকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে।
আমি সেই মানুষটা আর নেই গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায়। গেয়েছেনও তিনি। এই গানটি ইউটিউবে পোস্ট করে এসভিএফের তরফে লেখা হয় 'আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও এক সময়, যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন, ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায়! সেই বদলে যাওয়া, হেরে যাওয়া মানুষদের গল্প বলে আমি সেই মানুষটা আর নেই। অনুপম রায়ের কথা-সুরে ও তারই কন্ঠে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা দশম অবতার-এর গান আমি সেই মানুষটা আর নেই শুনে নিন।'
দশম অবতার ছবির এই গান প্রসঙ্গে অনুপম রায় জি ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, 'এই গানটা আমার ভীষণ পছন্দের। মনের খুব কাছের। আশা করি দর্শকদের এটা ভালো লাগবে।'
দৃশ্যে ফুটে উঠবে যিশুর হত্যালীলা থেকে তাঁর একাকিত্ব, বোধ, যাপনের ছবি। প্রবীর রায়ুচৌধুরীর ব্যক্তি জীবনের খানিক ঝলকও ধরা পড়ে এখানে। বাদ গেল না প্রাণের শহরের টুকরো ছবিও। আছে গানের মতো বেশ কিছু সুন্দর মেটাফর দৃশ্যও। ইতিমধ্যেই লাখ ছাড়িয়ে গিয়েছে ভিউজ।