গত ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ছিল টলি অভিনেত্রী দর্শনা বণিকের জন্মদিন। চলতি বছর ৩১ বছরে পদার্পণ করলেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে বেশ কিছু ছবি গতকাল অর্থাৎ ১৬ আগস্ট সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন অভিনেত্রী দর্শনা। প্রথম ছবিতে রয়েছে রেড ভেলভেট কেক, কিন্তু কেকের ওপরে যা লেখা রয়েছে তা অন্য জন্মদিনের কেকের থেকে একেবারে আলাদা। জন্মদিন নয় বরং ‘ডোনা দিন’ লেখা কেক কাটেন দর্শনা।
এর পরের ছবিগুলিতে দেখা যায় একটি সুন্দর লাল গাউনে লাল পরী হয়ে সেজে রয়েছেন অভিনেত্রী। খোলা চুল, এক হাতে কেক এবং একহাতে কোল্ড্রিংসের গ্লাস, পার্টি যে একেবারে জোর কদমে চলছিল তা বেশ বোঝাই যাচ্ছে ছবিগুলি দেখে।
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
জন্মদিনের মেনুতে যে লুচি মাংস ছিল, সেটাও স্পষ্ট অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখে। সব মিলিয়ে বাড়িতেই খুব সুন্দরভাবে জন্মদিন পালন করেছেন তিনি। ছবিগুলি পোস্ট করে দর্শনা লেখেন,' চিয়ার্স টু লাইফ। আমার শুভ জন্মদিন। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। ডোনা আমার ডাকনাম।'
প্রসঙ্গত, টলিউডের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই বলিউডে প্রবেশ করেছেন দর্শনা। গত মাসেই মুক্তি পেয়েছে দর্শনা অভিনীত ‘মেট্রো ইন দিনো’। ছবিতে কঙ্কনা সেন শর্মা, আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা এবং নীনা গুপ্তার মতো একাধিক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন দর্শনা।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
এবার পালা ‘দেবী চৌধুরানী’ ছবি। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত দেবী চৌধুরানী। এই ছবিতে দর্শনা বণিক অভিনয় করবেন সাগর নামের একটি মেয়ের চরিত্রে।
ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে, যা মুগ্ধ করেছে দর্শকদের। তবে সব থেকে বড় কথা, টিজার দেখানো হয়েছে বিদেশেও। ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে 'দেবী চৌধুরাণী'র টিজার প্রদর্শন করা হয়েছে। একটি বাংলা ছবির জন্য এটি যে অনেক বড় প্রাপ্তি, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।