
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অন্তঃসত্ত্বা অবস্থায় কমবেশি সব মেয়েরই ওজন বাড়ে। আর সেটা চিকিৎসকের পরামর্শ মতো বাড়াতেও হয়। তবে সন্তান আসার জন্য বাবারা ওজন বাড়াচ্ছেন, এমনটা কখনও শুনেছেন! তবে দীপিকা-রণবীরের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। হবু মা নন, হবু বাবা রণবীর বলছেন, তিনি নাকি বাবা হওয়ার আগে ১৫ কেজি ওজন বাড়াতে চান!
হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে। সম্প্রতি মুম্বই থেকে কিছু দূরে আলিবাগের একটা ক্যাফেতে একা বসে এগ টোস্ট সহ নানান খাবার খেতে দেখা গিয়েছে রণবীর সিং-কে। সেখানে গিয়েই রণবীরের সঙ্গে দেখা হয়ে যায় লেখিকা শোভা দে-র। তিনিই রণবীরকে সেখানে নানান কিছু খেতে দেখেন। লেখিকাকেই রণবীর জানান, তিনি প্রথম সন্তান আসার আগে ওজন বাড়াতে চান। তাও সেটা ১৫ কেজি! তবে সেটা সন্তান আসার জন্য নয়, ওজন বাড়ানোর আসল কারণ হল তাঁর আগামী সিনেমা।
হবু-বাবার সঙ্গে ছবি ও তাঁর খাবারের প্লেটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শোভা দে লেখেন, ‘আলিবাগে আমাদের প্রিয় ক্যাফেতে অপ্রত্যাশিত ভাবে মুখোমুখি। সেলফি কিং রণবীর বাবার দায়িত্ব নেওয়ার আগে খুব প্রয়োজনীয় মি টাইম উপভোগ করছেন...। উনি শীঘ্রই নিজের পরবর্তী ছবি শুরু করছেন৷ ওহ....ভাজাটা অবশ্য আমার ছিল। তবে রণবীর বলেন যে তিনি নিজেই কার্বোহাইড্রেটের দিকেই মনোনিবেশ করছেন। তার সিনেমার আগে তাঁকে ১৫ কেজি ওজন বাড়াতে হবে।’
শোভা দে আরও লিখেছন, ‘রণবীর একজন প্রাণোবন্ত, বিনয়ী মানুষ। ওকে আলিবাগে প্রতিবেশী হিসেবে পেয়ে খুশি..’।
প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেছেন, তিনি যদি অভিনেত্রী না হতেন, তাহলে কাজ ছেড়ে শুধুই সংসার করতেন। সেই সাক্ষাৎকারে তিনটি সন্তানের মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন দীপিকা। অভিনেত্রী ইচ্ছা প্রকাশ করেন, তিনি মা হওয়ার পর ছবির শ্যুটিংয়েও সন্তানকে আনবেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports