1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2024, 11:49 AM ISTRanita Goswami
প্রিয়াঙ্কা সৌরভকে বলেন, ‘আমার একটা রিকোয়েস্ট আছে।’ এরপর বললেন, ‘যেমন তুমি দেখলে আমি বাঙাল ভাষায় কথা বলি। শিলিগুড়ির ভাষাটাই অবশ্য এমন। আমরা ওইরকমই টোনে কথা বলি। অনেকেই আমাকে বলেন, তুমি কি বাংলাদেশ থেকে? তখন আমি বলি, আমি শিলিগুড়ির, ওখানকার ভাষাটাই ওইরকম। খাইছিস, যাইছিস, এমন…’।
সৌরভের দাদাগিরি-১০
দাদার ‘দাদাগিরি’। এই দুটো শব্দ বাংলার টেলিভিশনের দর্শকদের কাছে এখন নিত্যদিনই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘দাদা’ সৌরভ চিরকালই বাঙালির ভীষণ প্রিয়। আর এবার সৌরভের ক্যারিশ্মায় জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর টেলি শো 'দাদাগিরি'। সেখানে এসে গেম খেলার পাশাপাশি, নিত্যদিনই নানান অনুভূতি, অভিজ্ঞতা ভাগ করে নেন প্রতিযোগীরা। সেখানেই উঠে আসে নানান মজাদার বিষয় ও ঘটনা।
সৌরভের দাদাগিরির এমনই এক এপিসোডে প্রতিযোগী হয়ে হাজির হন শিলিগুড়ির বাসিন্দা, সোশ্যাল মিডিয়া সেনসেশন, RJ প্রিয়াঙ্কা সরকার। তিনিই সৌরভের কাছে বিশেষ অনুরোধ করেন। সৌরভও অবশ্য প্রিয়াঙ্কাকে ফিরিয়ে না দিয়ে অনুরোধ রাখলেন। তা কী অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কা সৌরভের কাছে হাতজোড় করে বলেন, ‘আমার একটা রিকোয়েস্ট (অনুরোধ) আছে।’ এরপর বললেন, ‘যেমন তুমি দেখলে আমি বাঙাল ভাষায় কথা বলি। শিলিগুড়ির ভাষাটাই অবশ্য এমন। আমরা ওইরকমই টোনে কথা বলি। অনেকেই আমাকে বলেন, তুমি কি বাংলাদেশ থেকে? তখন আমি বলি, আমি শিলিগুড়ির, ওখানকার ভাষাটাই ওইরকম। খাইছিস, যাইছিস, এমন…’।