বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri 10: খেলতে নেমে মাঠে বাংলায় কথা বলতেন সৌরভ-সচিন! দাদাগিরির মঞ্চে ফাঁস পুরনো কিস্সা
পরবর্তী খবর
Dadagiri 10: খেলতে নেমে মাঠে বাংলায় কথা বলতেন সৌরভ-সচিন! দাদাগিরির মঞ্চে ফাঁস পুরনো কিস্সা
1 মিনিটে পড়ুন Updated: 03 Jan 2024, 05:26 PM ISTSubhasmita Kanji
Dadagiri 10: দাদাগিরিতে নিজের কেরিয়ার নিয়ে কথা বললেন সৌরভ। মনে করলেন সচিনের সঙ্গে ইনিংস খেলার কথা।
খেলতে নেমে মাঠে বাংলায় কথা বলতেন সৌরভ-সচিন!
দাদাগিরি ১০ এ সম্প্রতি খেলতে এসেছিলেন প্রধান ছবির একাধিক কলাকুশলীরা। তাঁদের সঙ্গে কথায় কথায় সৌরভ মনে করলেন তাঁর কেরিয়ারের কথা। জানালেন তিনি এবং সচিন তেন্ডুলকর যখন একসঙ্গে খেলতে নামতেন তখন মাঠে কী কী করতেন তাঁরা। কী নিয়ে আলোচনা করতেন।
দাদাগিরি ১০ এ স্মৃতিরোমন্থন সৌরভের
এদিন দাদাগিরিতে খেলতে এসেছিলেন প্রধান ছবির একাধিক কলাকুশলীরা। সেখানেই এই ছবির অন্যতম অভিনেতা দেবাশিস মণ্ডল এসেই দাদাকে গুগলি ছুঁড়ে দেন। জিজ্ঞেস করেন, 'যখন টানটান ম্যাচ হতো, ৬ বলে ৮ রান দরকার, এমন উত্তেজনাপূর্ণ সময় তুমি বা সচিন একটা চার বা ছয় মেরে যখন মাঠের মাঝে গিয়ে আলোচনা করতে তখন কী কথা বলতে?'
এটা শুনে সৌরভ বলেন, 'মাঠে তো বেশি সময় পাওয়া যেত না। ওই ৩০ সেকেন্ড মতো। তখন কে বল করছে, কোন বল টার্গেট করবে এসব নিয়ে কথা হতো। তারপরে শেষে সচিন বাংলায় বলত আমরা করে দেব ৮ রান।' এরপর তিনি আরও বলেন, '৯৬ সালে যখন আমি প্রথম ব্যাট করতে নামি তখন সচিন ছিল। প্রথম টেস্ট, খুব নার্ভাস ছিলাম। আমায় বলল তোমার সঙ্গে খালি বাংলায় কথা বলল, যাতে আমার খারাপ বাংলা শুনে তুমি বিরক্ত হয়ে হেসে দাও। তারপর থেকে যখনই একসঙ্গে ব্যাট করেছি ইনিংসের শুরু বা শেষে এই প্রথা চলে এসেছে।' সৌরভের কথায় সবাই হেসে ওঠেন।