আজ জামাইকে আদর করে ভুরিভোজ করানোর দিন। বছরকয়েক ধরে বৌমাষষ্ঠীর যতই প্রচলন হোক না কেন,জামাইষষ্ঠীর আমেজই আলাদা। টলিপাড়াও কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই মজেছে উৎসবে। কারও তো আবার দিনকয়েক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে টলিপাড়ার একাংশ অবশ্য ছক ভেঙে জামাইষষ্ঠীর দিন করে ফেললেন হাউজ পার্টি। মানে বন্ধুবান্ধব মিলে এক জায়গায় হয়ে যাকে বলে পেটপুজো। ফুরফুরে মেজাজে ধরা পড়লেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, গায়ক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজক রাণা সরকার। আর এদের সঙ্গে দেখা মিলল বামফ্রন্টের যুবনেতা শতরূপ ঘোষের।
রাণা ছবিগুলি শেয়ার করে নিয়েছেন ফেসবুকে। যেখানে সৃজিত-শ্রীজাতর সঙ্গে রয়েছেন কবি-পত্নী দূর্বা বন্দ্যোপাধ্যায়ের। এই পোস্টের আসল আকর্ষণ যদিও শতরূপ। সৃজিত-শ্রীজাতর সঙ্গে শতরূপকে দেখে হামলে পড়ল নেটপাড়া। মেনুতে সাদা ভাত, ডাল, ইলিশ মাছ, ফুলকপি। পেটপুজোয় কোনও খামতি রাখা হয়নি। কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছেন, ‘বামপন্থী শতরূপ জামাইষষ্ঠী পালন করছে দেখছি।’ আরেকজন লিখলেন, ‘সর্বহারা নেতার পেটে ইলিশ, মাটন সইবে না। উনাকে পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেওয়া হোক।’ তৃতীয় জনের মন্তব্য, ‘শতরূপ ওঁর নতুন শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠীর ভোজ খেতে না গিয়ে ওখানে কীকরছে!’ এই কমেন্টে জবাব দিয়েছেন রাণা। লিখেছেন, ‘ষষ্ঠীতে ওদের বিশ্বাস নাই।’
গত বছর ৫ ডিসেম্বর বিয়ে করেন শতরূপ সান্যাল ও পহেলি সাহা। দীর্ঘদিনের বান্ধবীর গলাতেই মালা দেন তিনি। কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, শুধুমাত্র বিয়ের আইনি নথিভুক্তিকরণের মাধ্যমেই বিয়ে সারেন তাঁরা। পহেলিও দীর্ঘদিন ধরে সিপিএম পার্টির সঙ্গে যুক্ত। সঙ্গে শতরূপের স্ত্রী টলিউডের এক নামী প্রযোজনা সংস্থার জনসংযোগের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। তাই বিয়ের অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। বিয়েতে সাক্ষী হিসেবে সই করেন বিমান বসু। বিয়ের পর এটাই ছিল প্রথম জামাইষষ্ঠী।
এদিকে নেটিজেনদের ট্রোলের মুখে বরাবরই থাকেন রাণা। আসলে তিনিও মাঝেমধ্যেই টলিপাড়ার সিনেমা, নায়ক-নায়িকাদের কটাক্ষ করে পোস্ট করেন ফেসবুকে। আর তাই রে রে করে তেড়ে আসে নেটিজেনরাও। বৃহস্পতিবার সকালেই তিনি যেমন সবাইকে ‘আবার বিবাহ অভিযান’ হলে গিয়ে দেখতে যাওয়ার অনুরোধ করেছিলেন। আর তাতে নেটিজেনদের একাংশ মনে করিয়ে দেয় তিনিই দিনকয়েক আগে চেঙ্গিজ, ফাটাফাটি-র মতো সিনেমাকে নিয়ে কটাক্ষ করেছেন। তো কেও মন্তব্য করেন ‘এসভিএফ-কে তেল মারছেন’ তিনি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )