দির্ঘদিন ধরে চলা শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি সংক্রান্ত আইনি লড়াইয়ে এল নতুন মোড়। করিশ্মা কাপুরের সন্তান কিয়ান রাজ কাপুর ও সমায়রা কাপুরের সঙ্গে সঞ্জয়ের উইলের কপি না শেয়ার করার জন্য, সঞ্জয়ের বিধবা প্রিয়া সচদেব কাপুরকে কঠোর ভাষায় তিরস্কার করেছে দিল্লি হাইকোর্ট।
কিয়ান ও সমায়রা দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে, তাঁদের বাবার সম্পত্তিতে তাঁদের অধিকারের দাবি জানিয়ে। এবং প্রিয়া কর্তৃক উপস্থাপিত উইলটি জাল বলেও অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার, দিল্লি হাইকোর্ট প্রিয়া সচদেবকে সঞ্জয় কাপুরের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশ দিয়েছে।
সঞ্জয় কাপুরের উইল, যা মৃত্যুর তিন মাস আগে, মার্চ ২০২৫-এ তৈরি হয়েছিল। কিয়ান ও সমায়রা দাবি করেছে যে এটি একটি জাল নথি, যার উদ্দেশ্য তাঁদের বাবার সম্পত্তি থেকে বাদ রাখা। সঞ্জয় কাপুর, যিনি জুন মাসে ইংল্যান্ডে পোলো খেলার সময় হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন, তিনি ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অটো পার্টস প্রস্তুতকারক কোম্পানি Sona Comstar-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। প্রতিবেদন অনুসারে, তার সম্পত্তির মূল্য ৩০,০০০ কোটি টাকা। সঞ্জয় ২০০৩-১৬ সাল পর্যন্ত অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সন্তান সমায়রা ও কিয়ান যথাক্রমে ২০০৫ ও ২০১১ সালে জন্মগ্রহণ করে। সঞ্জয় ২০১৭ সালে প্রিয়া সচদেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একজন পুত্র রয়েছে।