বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ফ্যামিলি ম্যান'কে টক্কর দিল সামান্থা, বরুণ! বছর শেষে ডিকে-রাজের বড় চমক 'সিটাডেল' ট্রেলারে
পরবর্তী খবর
'ফ্যামিলি ম্যান'কে টক্কর দিল সামান্থা, বরুণ! বছর শেষে ডিকে-রাজের বড় চমক 'সিটাডেল' ট্রেলারে
1 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2024, 11:15 AM ISTSayani Rana
রুশো ব্রাদার্স জো ও অ্যান্থনির অন্যতম জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ এবার আসতে চলেছে বলিউডে। না কোনও ডাবিং নয়, বরং তা আসছে ভারতীয় সংস্করণে। বেশ কিছু দিন আগেই জানা গিয়েছিল, পরিচালক রাজ অ্যান্ড ডি কে বলিউডে আনতে চলেছেন ‘সিটাডেল’। আর এবার মুক্তি পেল সিরিজের ট্রেলার।
ফ্যামিলি ম্যানকে টক্কর সামান্থা-বরুণের! বছর শেষে ডিকে-রাজের চমক সিটাডেল ট্রেলারে
রুশো ব্রাদার্স জো ও অ্যান্থনির অন্যতম জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ এবার আসতে চলেছে বলিউডে। না কোনও ডাবিং নয়, বরং তা আসছে ভারতীয় সংস্করণে। বেশ কিছু দিন আগেই জানা গিয়েছিল, পরিচালক রাজ অ্যান্ড ডি কে বলিউডে আনতে চলেছেন ‘সিটাডেল’। আর এবার মুক্তি পেল সিরিজের ট্রেলার।
রাজ অ্যান্ড ডি কে 'ফ্যামিলি ম্যান', 'ফারজি'র মতো বিখ্যাত সব ওয়েব সিরিজের নির্মাতা হিসেবে জনপ্রিয়। এবার তাঁদের পরিচালনায় আসতে চলেছে 'সিটাডেল: হানি বানি'। মঙ্গলবার সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে 'হানি-বানি'র রসায়ন। ভাবছেন কারা এই ‘হানি-বানি’? রাজ অ্যান্ড ডি কের ‘সিটাডেল’-এ 'হানি' হলেন সামান্থা রুথ প্রভু আর ‘বানি’ হলেন বরুণ ধাওয়ান।
হ্যাঁ, এই সিরিজে হানির চরিত্রে দেখা যাবে সামান্থাকে। 'দ্য ফ্যামিলি ম্যান'-এর পর আবার তিনি জুটি বাঁধলেন রাজ অ্যান্ড ডি কের সঙ্গে। তবে এবার চোর-স্পাইয়ের খেলায় তিনি স্পাই। পাশাপাশি তিনি এখানে এক মেয়ের মাও। মেয়ে 'নাদিয়া'-কে নিয়ে তার জীবন, সঙ্গে রয়েছে অ্যাকশন। তিনি জানেন কীভাবে নিজের সন্তানকে রক্ষা করে, শত্রুকে দমন করা যায়। অন্যদিকে, ‘বানি’-এর চরিত্রে বরুণ ধাওয়ানও কিছু কম যান না। সিরিজে 'বানি' একজন অনাথ এবং স্পাই।
দুজনের জীবনেই আলাদা লড়াই, কিন্তু পেশা এক। তাই ঘটনাচক্রে জুড়ে যাবে তাদের জীবন। ট্রেলারেই তার খানিক আভাসও মিলেছে। সেখানেই দেখা গিয়েছে কীভাবে ‘হানি-বানি’ দু'জনে একসঙ্গে মিলে লড়াই করছে। আর দলবদ্ধ হয়ে লড়াই করার সময় তাদের সাহস এবং শক্তি সব সীমা ছড়িয়ে যাচ্ছে।
তবে এই ওয়েব সিরিজে সামান্থা ও বরুণ ছাড়াও রয়েছেন কে কে মেনন, সিমরান, সাকিব সেলিম, সিকন্দর খের, সোহম মজুমদার, শিবঙ্কিত পারিশার এবং কাশভি মজমুদার। তাঁরাও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন।
নয়ের দশকের প্রেক্ষাপটে এই সিরিজের কাহিনি গড়ে উঠেছে ৷ অ্যাকশনে ভরপুর এই ওয়েব সিরিজ জুড়ে থাকবে ভালোবাসার গল্প। সিরিজটি প্রযোজনা করেছে ডি২ আর ফিল্মস ৷ সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং ও সীতা মেনন ৷ রাজ অ্যান্ড ডি কের অন্যান্য সিরিজের মতো এই সিরিজটিও অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে। চলতি বছরের ৭ নভেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।